ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজারকে নিম্নমূখী করার চেষ্টায় ৭ কোম্পানি

২০২৪ সেপ্টেম্বর ২৯ ১৬:০৬:৪৮
বাজারকে নিম্নমূখী করার চেষ্টায় ৭ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : আগের দিন বড় পতন হলেও রোববার (২৯ সেপ্টেম্বর) উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে সংখ্যক কোম্পানির শেয়ার দর বেড়েছে, তার চেয়ে বেশি সংখ্যকের শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে ৭ কোম্পানি ছিল, যেগুলো বাজারকে পতনের দিকে টেনেছে।

কোম্পানিগুলো হলোঃ বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, রেনেটা, ব্র্যাক ব্যাংক, লিনডেবিডি, স্কয়ার ফার্মা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং ফরচুন সুজ।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল

এই কোম্পানির শেয়ারের ক্লোজিং দর আগের কর্মদিবস ছিল ১৪৬ টাকা ৩০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৩৯ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর ৬ টাকা ৮০ পয়সা কমেছে। এর মাধ্যমে সূচক কমেছে ৫.২৯ পয়েন্ট। বাজারকে পতনের দিকে টানতে সবচেয়ে বেশি ভূমিকার রেখেছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল।

রেনেটা

শেয়ারবাজারকে পতনে ফেলতে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রেখেছে রেনেটা। আগের দিন রেনেটার শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৪০ টাকা ৩০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৭২৩ টাকা ২০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ১৭ টাকা ১০ পয়সা কমেছে। শেয়ারটির দর কমার কারণে সূচক ৩.৯৮ পয়েন্ট কমেছে।

ব্র্যাক ব্যাংক

শেয়ারবাজারকে পতনে টেনে ধরতে তৃতীয় সর্বোচ্চ ভূমিকার রয়েছে ব্র্যাক ব্যাংকের। ব্যাংকটির শেয়ারের ক্লোজিং দর আগের কর্মদিবস ছিল ৫৫ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর হয় ৫৪ টাকা ৩০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৮০ পয়সা কমেছে। এর মাধ্যমে সূচক কমেছে ৩.১৭ পয়েন্ট।

আজ বাজারকে পতনে ফেলে দিতে অন্য যেসব কোম্পানির অবদান রয়েছে সেগুলোর মধ্যে লিনডেবিডির ২.১১ পয়েন্ট, স্কয়ার ফার্মার ১.৯০ পয়েন্ট, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১.১৬ পয়েন্ট এবং ফরচুন সুজের সূচক ১.০৩ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, আজ কয়েকটি কোম্পানির সক্রিয় চেষ্টায় বাজারে উত্থান হয়েছে। তবে বাজারকে পতনে টেনে ধরতে কিছু কোম্পানি খুব চেষ্টা চালায়। এসব কোম্পানির শেয়ার দর না কমে যদি বাড়ত তবে শেয়ারবাজারের উত্থান আরো বড় হতো। বাজার থেকে বিনিয়োগকারীরা কিছু মুনাফাও তুলতে পারত।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে