ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনেও সাহসিকতার পরিচয় ৫ কোম্পানি বিনিয়োগকারীদের

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১৬:১১:৪৩
পতনেও সাহসিকতার পরিচয় ৫ কোম্পানি বিনিয়োগকারীদের

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো বৃহস্পতিবারও (২৬ সেপ্টেম্বর) বড় পতন হয়েছে শেয়ারবাজারে। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২৯৯টির শেয়ার দর কমেছে। শেয়ার দর বেড়েছে মাত্র ৭২টির। শেয়ার দর বাড়া এসব কোম্পানির মধ্যে ৫টি কোম্পানির শেয়ারের প্রতি সর্বোচ্চ আগ্রহ ছিল বিনিয়োগকারীদের। এই আগ্রহ থেকেই শেয়ারটি ধরে রাখতে বিনিয়োগকারীরা সর্বোচ্চ সাহসিকতার পরিচয় দিয়েছেন।

কোম্পানিগুলো হলো: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং আইসিবি ইসলামিক ব্যাংক।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহ তৈরি হয়। এর কারণে শেয়ারটি বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেনি তারা। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৭ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয় ৭ টাকায়। কিছু সময় পর শেয়ারটি ৭ টাকা ৭০ পয়সায় বিক্রি হয়। যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এর ফলে শেয়ারটির দর দিনের সর্বোচ্চ ৭০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। শেয়ারটির প্রতি বেশি আগ্রহ থাকার কারণে বিক্রেতা সংকটে পড়ে কোম্পানি।

ইউনিয়ন ব্যাংকইউনিয়ন ব্যাংকের শেয়ারের প্রতিও আজ বিনিয়োগকারীদের আগ্রহ তৈরি হয়। শেয়ারটি প্রতি আগ্রহ থেকেই উধাও হয়ে যায় বিনিয়োগকারী। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ৬ টাকা ৪০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ৬ টাকা ৪০ পয়সা। কিছুক্ষণ পর শেয়ারটি ৭ টাকায় লেনদেন হয়। এরপর আর কোনো বিনিয়োগকারী শেয়ারটি বিক্রি করতে আগ্রহ দেখায়নি। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৬০ পয়সা বা ৯.৩৭ শতাংশ বেড়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংকআজ বিনিয়োগকারীদের তৃতীয় সর্বোচ্চ আগ্রহ ছিল গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি। শেয়ারটির ক্লোজিং দর গতকাল ছিল ৬ টাকা ৬০ পয়সায়। আজ লেনদেন শুরু হয় ৬ টাকা ৭০ পয়সায়। আর লেনদেন শেষে ক্লোজিং দর হয় ৭ টাকা ২০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর আজ ৬০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়েছে। শেয়ারটির দর আজ ৬০ পয়সা বাড়তেই বিক্রেতা নিখোঁজ হয়। অর্থাৎ শেয়ারটি বিক্রি করার জন্য কোনো বিনিয়োগকারীই আগ্রহী ছিল না। যার কারণে তৈরি হয় বিক্রেতা সংকট।

আজ বিক্রেতা সংকটে থাকা অন্য কোম্পানি দুইটির মধ্যে ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর ২৬ টাকা ৩০ পয়সা বা ৮.৭৩ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ার দর ৩০ পয়সা বা ৮.৮২ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে বড় পতন স্বত্বেও যেসব কোম্পানির প্রতি বিনিয়োগকারীরা আগ্রহ দেখিয়ে শেয়ার ধরে রেখেছেন তারা সাহসিকরতার পরিচয় দিয়েছেন। বড় পতন মাঝে বিনিয়োগকারীদের মাঝে হতাশা। হতাশা থেকেই শেয়ার ক্রয়ে অনীহা তৈরি হয়। সেখানে যেসব কোম্পানির শেয়ার বিনিয়োগকারীরা ধরে রেখেছে অবশ্যই তারা ভালো কিছুর আশা করতে পারে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে