ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজারকে পতনে ঠেলেছে ৮ কোম্পানি

২০২৪ সেপ্টেম্বর ২৫ ১৪:৫৯:০১
বাজারকে পতনে ঠেলেছে ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক ; পরপর দুই দিন উত্থান হলেও বুধবার বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে যত সংখ্যকের শেয়ার দর বেড়েছে দর কমেছে তার সাড়ে ১২ গুণের। তবে বাজারকে পতনে ঠেলে দিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে ৮ কোম্পানি।

কোম্পানিগুলো হলোঃ বিকন ফার্মা, আইএফআইসি ব্যাংক, রবি আজিয়াটা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক, বিএসআরএম লিমিটেড, রেনেটা এবং খান ব্রাদার্স।

বিকন ফার্মা

আগের দিন বিকন ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪৫ টাকা ৫০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৩৯ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ৬ টাকা ১০ পয়সা বা ৪.১৯ শতাংশ কমেছে। এই দর কমার কারণে কোম্পানিটির মাধ্যমে সূচক ৩.৫২ পয়েন্ট নেমেছে। যা বাজারকে পতনে ঠেলে দিতে সর্বোচ্চ চেষ্টা।

আইএফআইসি

বাজারকে পতনে ঠেলে দিতে আইএফআইসি ব্যাংকের ভূমিকা অনেক। আগের দিন ব্যাংকটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৯ টাকা ৭০ পয়সা। আজ লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর হয় ৯ টাকা ৪০ পয়সায়। আজ শেয়ারটির দর ৩০ পয়সা বা ৩.০৯ শতাংশ কমেছে। এর ফলে ব্যাংকটির মাধ্যমে বাজারে ২.৪০ পয়েন্ট সূচকের পতন হয়েছে। বাজারকে পতনে ঠেলতে সূচকের এই পতন দ্বিতীয় সর্বোচ্চ চেষ্টা।

রবি আজিয়াটা

আগের দিন রবি আজিয়াটার শেয়ারের ক্লোজিং দর ছিল ২৯ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির দর হয় ২৮ টাকা ২০ পয়সা। এদিন শেয়ারটির দর ১ টাকা ১০ পয়সা বা ৩.৭৫ শতাংশ কমেছে। এতেই কোম্পানিটির মাধ্যমে সূচক কমেছে ২.৪০ পয়েন্ট। যা বাজারকে পতনে ঠেলতে তৃতীয় সর্বোচ্চ চেষ্টা।

আজ বাজারকে পতনে ঠেলে দিতে যেসব কোম্পানি বেশি ভূমিকা রেখেছে সেগুলোর সেগুলোর মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২.৩৯ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংকের ২.২৬ পয়েন্ট, বিএসআরএম লিমিটেডের ২.১৭ পয়েন্ট, রেনেটার ২.১১ পয়েন্ট এবং খান ব্রাদার্সের সূচক ২.০২ পয়েন্ট কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারকে উত্থানে ধরে রাখতে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভূমিকা অপরিসীম। তবে যখন নামমাত্র কোম্পানির উত্থান হয় আর বেশিরভাগ কোম্পানির শেয়ার দর পতন হয় তখন এমনিতেই বাজারে পতন নেমে আসে। বাজারের প্রতি বিনিয়োগকারীদের নেতিবাচক মনোভাবের কারণে পতন। যা কখনো কাম্য হতে পারে না।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে