ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

লেনদেনের ৩৭ শতাংশই ৯ কোম্পানির

২০২৪ সেপ্টেম্বর ২৪ ১৬:৩৭:১০
লেনদেনের ৩৭ শতাংশই ৯ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে পরিমাণ লেনদেন হয়েছে তার এক তৃতীয়াংশই হয়েছে ৯ কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার। এর মধ্যে ৯ কোম্পানিরই হয়েছে ২৬৩ কোটি ৮১ লাখ টাকার যা মোট লেনদেনের ৩৭ শতাংশ।

ডিএসএত সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের। কোম্পানিটির ৫৯ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৮.৩৪ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। এই ব্যাংকটির ৪০ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা মোট লেনদেনের ৫.৬৯ শতাংশ।

ডিএসইতে আজ তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লিনডে বিডির। এই কোম্পানির লেনদেন হয়েছে ৩৮ কোটি ৯০ লাখ টাকার। মোট লেনদেনের ৫.৪১ শতাংশ।

অন্য কোম্পানিগুলোর মধ্যে ইবনে সিনার ৩৬ কোটি টাকা, ইসলামী ব্যাংকের ২৯ কোটি ৮ লাখ টাকা, একমি ল্যাবরেটরিজের ২১ কোটি ২ লাখ টাকা, সোনালী আঁশের ১৭ কোটি ৮২ লাখ টাকা, রবি আজিয়াটার ১০ কোটি ৫ লাখ টাকার এবং টেকনো ড্রাগসের ১০ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে