ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সূচক বেড়েছে ৭ কোম্পানির সক্রিয়তায়

২০২৪ সেপ্টেম্বর ২৪ ১৫:৪৪:২৭
সূচক বেড়েছে ৭ কোম্পানির সক্রিয়তায়

নিজস্ব প্রতিবেদক : আগের দিনের মতো মঙ্গলবারও (২৪ সেপ্টেম্বর) ইতিবাচকতায় শেষ হয় শেয়ারবাজারের লেনদেন। আজ যে পরিমাণ কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে আড়াই গুণেরও বেশি কোম্পানির দর কমেছে। এর মাঝেও বাজারকে ইতিবাচক প্রবণতায় ধরে রেখেছে সাত কোম্পানি।

কোম্পানিগুলো হলো- ইসলামী ব্যাংক, বিকন ফার্মা, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বৃটিশ আমেরিকান ট্যোবাকো, হাইডেলবার্গ সিমেন্ট এবং একমি ল্যাবরেটরিজ।

ইসলামী ব্যাংক

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮ টাকা ৭০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয় ৬৪ টাকা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫ টাকা ৩০ পয়সা। শেয়ারের এই দর বাড়ার কারণে কোম্পানিটির সূচক বেড়েছে ২৩.৪৯ পয়েন্ট। যা বাজারকে ধরে রাখতে কোম্পানিটি সবচেয়ে বেশি অবদান রেখেছে।

বিকন ফার্মা

বাজারকে ইতিবাচক প্রবণতায় ধরে রাখায় বিকন ফার্মার ভূমিকা দ্বিতীয় সর্বোচ্চ। আজ বিকন ফার্মার সূচক বেড়েছে ৬.৬৬ পয়েন্ট। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৪ টাকা ৩০ পয়সায়। আজ লেনদেন শেষে ক্লোজিং দর হয় ১৪৫ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ২০ পয়সা বেড়েছে। এর দর বৃদ্ধির মাধ্যমে কোম্পানিটি সূচক বেড়েছে। যা উত্থানকে ধরে রাখতে দ্বিতীয় সর্বোচ্চ অবদান।

গ্রামীণফোন

বাজারকে ইতিবাচক প্রবণতায় ধরে রাখতে গ্রামীণফোনের অবদান তৃতীয় সর্বোচ্চ। আগের দিন গ্রামীণফোনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪২ টাকা ৮০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩৪৯ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ৬ টাকা ৬০ পয়সা বেড়েছে। এতেই কোম্পানিটির মাধ্যমে সূচক বেড়েছে ৩.৮১ পয়েন্ট। যা বাজারকে ইতিবাচকতায় ধরে রাখতে তৃতীয় সর্বোচ্চ অবদান।

আজ বাজারকে ইতিবাচকতায় ধরে রাখতে অন্য যেসব কোম্পানি অবদান রেখেছে তাদের মধ্যে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩.৪২ পয়েন্ট, বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ২.৬৩ পয়েন্ট, হাইডেলবার্গ সিমেন্টের ১.৩৪ পয়েন্ট এবং একমি ল্যাবরেটরিজের সূচক ১.১৪ পয়েন্ট বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বাজারকে উত্থান ধারায় ধরে রাখতে অল্প হলেও মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির উত্থানই যথেষ্ট। অন্যান্য কোম্পানিকেও এগিয়ে আসতে হবে। তবে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানি আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয় ভূমিকায় বাজার সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে