ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ইতিবাচক বাজারেও ক্রেতা নিঁখোজ দুই কোম্পানির

২০২৪ সেপ্টেম্বর ২৪ ১৫:৪০:২৫
ইতিবাচক বাজারেও ক্রেতা নিঁখোজ দুই কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের তৃতীয় কর্মদিবস আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) শুরুতে শেয়ারবাজারে বড় উত্থান দেখা গিয়েছিল। তবে মুনাফা তোলার চাপে শেষবেলায় সেই উত্থান উবে যায়। তারপরও ইতিবাচক জোনেই ছিল।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৭ পয়েন্টের বেশি। এমন ইতিবাচক বাজারেও লেনদেনের শেষ ভাগে দুই কোম্পানির শেয়ার ক্রেতাহীন হয়ে যায়। কোম্পানি দুটি হলো-খান ব্রাদার্স পিপি ব্যাগ ও নিউলাইন ক্লথিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

খান ব্রাদার্স পিপি ব্যাগ

গত ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে কোম্পানিটির শেয়ার ধারাবাহিক পতনে রয়েছে। কোম্পানিটির শেয়ার নিয়ে এর আগে কারসাজি হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি শেয়ারটির লেনদেন খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে। এরপর থেকেই শেয়ারটির দামে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে।

গত ১৯ সেপ্টেম্বর শেয়ারটির উদ্বোধনী দাম ছিল ১৭৪ টাকা ৪০ পয়সা। আজ ক্রেতাশুন্য অবস্থায় ক্লোজিং দাম হয়েছে ১৪১ টাকা ২০ পয়সায়। আজ একদিনেই শেয়ারটির দাম কমেছে ৯.২১ শতাংশ। যার মাধ্যমে এটি ডিএসইর শীর্ষ দরপতনের তালিকায় আজ শীর্ষ স্থানে উঠে এসেছে।

অন্যদিকে, ১৯ সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত চার কর্মদিবসে শেয়ারটির দাম কমেছে ৩৩ টাকা ২০ পয়সা বা ১৯.০৩ শতাংশ।

নিউলাইন ক্লথিং

কোম্পানিটির শেয়ার আজ ডিএসইর শীর্ষ পতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দাম কমেছে ৯.২১ শতাংশ। শেয়ারটির দাম আজ শুরু হয়েছিল ৩১ টাকা ২০ পয়সায়। আর ক্লোজিং হয়েছে ২৭ টাকা ৬০ পয়সা। এটি আজ লেনদেনের শেষভাগে ২৭ টাকা ৫০ পয়সায় ক্রেতাশুন্যতার অপবাদে পড়ে যায়। তবে অ্যাডজাস্টমেন্টের কারণেক্লোজিং দাম ১০ পয়সা বেশি হওয়ায় শেষমেষ ক্রেতাশুন্যতার অপবাদ থেকে মুক্তি পায় ।

নিউলাইন ক্লথিং জেড ক্যাটাগরির একটি শেয়ার। শেয়ারটি গত আগস্টে ৪৫ টাকায় লেনদেন হয়েছে। ০১ আগস্টে শেয়ারটির দাম ছিল ৪৭ টাকা ৭০ পয়সা। তারপর থেকেই পতন প্রবণতায় থাকে শেয়ারটি। ০১ আগস্ট থেকে আজ পর্যন্ত শেয়ারটির দাম কমেছে ২০ টাকা ১০ পয়সা বা ৩২.১৪ শতাংশ।

সালাউদ্দিন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে