ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

পূর্ণাঙ্গ রিফ্রিজারেটিং সিস্টেম ক্রয় করবে লাভেলো

২০২৪ সেপ্টেম্বর ২৪ ১০:১৪:৪২
পূর্ণাঙ্গ রিফ্রিজারেটিং সিস্টেম ক্রয় করবে লাভেলো

নিজস্ব প্রতিবেদক : পূর্ণাঙ্গ রিফ্রিজারেটিং সিস্টেম ক্রয় করতে চীনের মুন ইনফায়রনমেন্ট টেকনোলজির সাথে চুক্তি করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম।

সোমবার লাভেলো আইসক্রিমের কর্পোরেট হেড অফিসে এক অনাড়ম্বর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির সাথে চীনের বিখ্যাত শিল্প যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান মুন ইনভায়রনমেন্ট টেকনোলজি কোম্পানি লিমিটেডের মধ্যে মূলধনী যন্ত্রপাতি ক্রয়সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বাজারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে ইতিমধ্যে দ্বিতীয় ইউনিট স্থাপনের জন্য ১৫০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছে লাভেলো আইসক্রিমের পরিচালনা পর্ষদ। এরই ধারাবাহিকতায় লাভেলো চীনের বিখ্যাত প্রতিষ্ঠান মুন ইনভায়রনমেন্ট টেকনোলজির কাছ থেকে পূর্ণাঙ্গ রিফ্রিজারেটিং সিস্টেম ক্রয় করতে যাচ্ছে।

তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিমের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক দাতো ইঞ্জিনিয়ার মোঃ একরামুল হক। এসময় উপস্থিত ছিলেন চীফ এডমিনিস্ট্রেটিভ অফিসার কাওছার আহমেদ, চীফ ফাইনান্সসিয়াল অফিসার মোশতাক আহমদ, উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মোঃ সাজ্জাদ হুসাইন, চীফ স্ট্রেটেজিক অফিসার মোহাম্মদ রাজীব হাসান ও কোম্পানি সচিব মোঃ মহিউদ্দিন সরদার।

মুন ইনভায়রনমেন্ট টেকনোলজির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন মিং গ্যাং ফু।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে