ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বিক্রেতা সংকটে পড়ে ৫ কোম্পানি

২০২৪ সেপ্টেম্বর ২৩ ১৬:০৪:৪৫
বিক্রেতা সংকটে পড়ে ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমলেও সোমবার (২৩ সেপ্টেম্বর) ইতিবাচকতায় ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন যে পরিমাণ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে তার অর্ধেকের শেয়ার দর বেড়েছে। যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে সেগুলোর মধ্যে ৫টির প্রতি শেয়ারহোল্ডারদের আগ্রহ ছিল সর্বোচ্চ। যার কারণে প্রতিষ্ঠানগুলোর শেয়ারে এদিন বিক্রেতা সংকট ছিল।

কোম্পানি ৫টি হলোঃ রহিম টেক্সটাইল, ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, স্যোসাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট ফাইন্যান্স।

রহিম টেক্সটাইল

আগের দিন রহিম টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪০ টাকায়। আজ কোম্পানিটির লেনদেন শুরু হয় ১৪১ টাকা। আর লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৫৪ টাকায়। অর্থাৎ আজ শেয়ারটির দর ১৪ টাকা বা ১০ শতাংশ বেড়েছ্ কোম্পানিটির লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই পাওয়া যাচ্ছিল না বিক্রেতা। এ সময়ে শেয়ারটি কেনার জন্য বিনিয়োগকারীদের আনাগোনা থাকলেও শেষ পর্যন্ত কেউই শেয়ারটি বিক্রিতে আগ্রহী ছিল না।

ইসলামী ইন্স্যুরেন্স

আজ লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ারে বিক্রেতা উধাও হয়ে যায়। শেয়ারটি কেনার জন্য বিনিয়োগকারী থাকলেও অল্প সময়ের মধ্যেই শেয়ারটির দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে। এরপর আর কেউই শেয়ারটি কিনতে পারেনি। গতকাল শেয়ারটির ক্লোজিং দর ছিল ৪২ টাকা ৩০ পয়সা। আজ শেয়ারটির লেনদেন শুরু হয় ৪২ টাকা ৬০ পয়সায়। কিছুক্ষণের মধ্যেই শেয়ারটি ৪৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। শেষ পর্যন্ত এই দরই বহাল থাকে। এতে করে শেয়ারটির দর আজ ৪ টাকা ২০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।

ইসলামিক ফাইন্যান্স

এই শেয়ারটির দরও আজ লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করে। এতে করে শেয়ার দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করার পর আর নিচে নামে। ফলে যাদের হাতে শেয়ারটি ছিল তারা আর হাত ছাড়া করতে চাইনি। যার কারণে বিক্রেতা শূন্য ছিলে লেনদেনের বাকি সময়। আগের দিন শেয়ারটির ক্লোজিং দর ছিল ১৫ টাকা ২০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৬ টাকা ৭০ পয়সা। অর্থাৎ আজ শেয়ারটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৮৭ শতাংশ বেড়েছে।

আজ অন্য যেসব কোম্পানির শেয়ারে বিক্রেতা পাওয়া যায়নি সেগুলোর মধ্যে স্যোসাল ইসলামী ব্যাংকের ৯.৪৩ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার দর ৭.৬৯ শতাংশ বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলেন, বিনিয়োগকারীদের আগ্রহের কারণেই শেয়ারগুলোতে ক্রেতা থাকলেও বিক্রেতা শূন্য হয়ে যায়। এটা বাজারের জন্য ভালো লক্ষণ। সামনের দিনগুলোতে অন্য কোম্পানির শেয়ারগুলোর প্রতি বিনিয়োগকারীরা আগ্রহ দেখালে বাজার তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে