ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

‘এনটিসি‘আইসিবি’র সহযোগিতায় শেয়ারবাজারের সরকারি কোম্পানি দখল’ প্রতিবেদনের প্রতিবাদ

২০২৪ সেপ্টেম্বর ২২ ১০:২০:২৪
‘এনটিসি‘আইসিবি’র সহযোগিতায় শেয়ারবাজারের সরকারি কোম্পানি দখল’ প্রতিবেদনের প্রতিবাদ

গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনলাইন নিউজ পোর্টাল শেয়ার নিউজে ‘এনটিসি‘আইসিবি’র সহযোগিতায় শেয়ারবাজারের সরকারি কোম্পানি দখল’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনের বিষয়ে আসিবি একটি প্রতিবাদ প্রেরণ করে তা প্রকাশ করার অনুরোধ করেছে। প্রতিষ্ঠানটির প্রতিবাদটি নিচে হুবহু তুলে ধরা হলো-

গত ১৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখ অনলাইন নিউজ পোর্টাল ‘শেয়ার নিউজ২৪.কম’-এ প্রকাশিত ‘আইসিবি’র সহযোগিতায় শেয়ারবাজারের সরকারি কোম্পানি দখল’ শীর্ষক প্রতিবেদনেইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সংক্রান্ত বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন তথ্যের প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি।

প্রতিষ্ঠা লগ্ন হতে আইসিবি বিনিয়োগের ক্ষেত্র সম্প্রসারণ ও পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে প্রযোজ্য বিধি-বিধান পরিপালন করে নিরলসভাবে কাজ করে আসছে। আইসিবি’র এই নিরলস প্রচেষ্টার অংশ হিসেবে সিকিউরিটিজ্ ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মাচার পরিপালনকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের (এনটিসি) শেয়ার ধারন ও হস্তান্তর তার ব্যতিক্রম নয়। উদ্যোক্তা শেয়ারধারক হিসেবে আইসিবি এনটিসি’র সংঘ স্মারকে উল্লিখিত পরিমান শেয়ার ধারণ ও বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্যশর্ত এবং বাংলাদেশ সিকিউরিটিজ্ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর বিধি-বিধান যথাযথভাবে পরিপালন করে এনটিসি’র শেয়ার বিক্রয় কার্যক্রম সম্পাদন করেছে। বর্ণিত প্রেক্ষাপটে, প্রতিবেদনে আইসিবি কর্তৃক এনটিসি’র শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে ‘আইনকানুনকোন কিছুর তোয়াক্কা করা হয়নি’ মর্মে উপস্থাপিত তথ্য অনুমান নির্ভর, বিভ্রান্তিকর,উদ্দেশ্যমূলক ও মানহানিকর।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে