ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ক্রেতা শূন্য হামি

২০২৪ সেপ্টেম্বর ২২ ১৭:২৮:১৮
ক্রেতা শূন্য হামি

নিজস্ব প্রতিবেদক : বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমার মাধ্যমে রোববার (২২ সেপ্টেম্বর) শেয়ারবাজারে কিছুটা নেতিবাচকতায় শেষ হয় লেনদেন। তবে কোম্পানিগুলোর মধ্যে হামি ইন্ডাস্ট্রিজের বিনিয়োগকারীদের দুর্ভাগা বলতেই হয়।

আজ শেয়ারবাজারে যেসব কোম্পানি শেয়ার লেনদেনে অংশ নিয়েছে সেগুলোর মধ্যে ২৩৩টির শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোতে লেনদন শেষ হওয়ার আগে পর্যন্ত ক্রেতা দেখা গেলেও হামি ইন্ডাস্ট্রিজের শেয়ারে লেনদেন শুরুর কিছুক্ষণ পরেই ক্রেতা উধাও হয়ে যায়।

আগের দিন হামি ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৯৪ টাকা ৫০ পয়সা। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৮৬ টাকা ৩০ পয়সায়। লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৮৫ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পরই ক্রেতা পাওয়া যাচ্ছিল না। শেয়ারটি বিক্রির করার জন্য বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করলেও কেনার জন্য কাউকেউ খুঁজে পাওয়া যায়নি।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে