ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় পতন ঠেকালো ৫ কোম্পানি

২০২৪ সেপ্টেম্বর ২২ ১৬:৩৯:৫৩
বড় পতন ঠেকালো ৫ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক ; আগের কর্মদিন ইতিবাচক থাকলেও রোববার (২২ সেপ্টেম্বর) সপ্তাহের প্রথম দিন নেতিবাচকতায় শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন বাজারকে ইতিবাচক প্রবণতায় রাখার জন্য বিশেষ ভূমিকার রেখেছে ৫ কোম্পানি।

কোম্পানিগুলো হলোঃ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, লাভেলো আইসক্রিম, সিটি ব্যাংক এবং হাইডেলবার্গ সিমেন্ট। আজ এই ৫ কোম্পানির মাধ্যমে সূচক ২৮ পয়েন্ট বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির দর পতনের কারণে শেষ পর্যন্ত সামান্য সূচক পতনে শেষ হয়েছে লেনদেন।

ইসলামী ব্যাংক

আজ ইসলামী ব্যাংকের সূচক ২৮.৫৮ পয়েন্ট বেড়েছে। বাজারকে বড় পতনের হাত থেকে রক্ষায় সর্বোচ্চ ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক। আগের দিন এই কোম্পানির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৯ টাকা ৪০ পয়সায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর হয় ৫৪ টাকা ৩০ পয়সা। অর্থাৎ শেয়ারটির দর ৪ টাকা ৯০ পয়সা বেড়েছে। এর মাধ্যমেই কোম্পানি বাজার পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

ব্র্যাক ব্যাংক

বাজারের বড় পতনে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিকা রয়েছে ব্র্যাক ব্যাংকের। আজ ব্যাংকটির সূচক ২.৮৪ পয়েন্ট বেড়েছে। এই পরিমাণ সূচক বাড়ায় বড় পতনে দ্বিতীয় সর্বোচ্চ বাধা হয়ে দাঁড়ায় ব্র্যাক ব্যাংক।

লাভেলো আইসক্রিম

লাভেলো আইসক্রিমের সূচক ১.৩৮ পয়েন্ট বেড়েছে। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৮০ টাকা ৮০ পয়সায়। আজ লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর হয় ৫৭ টাকা ৩০ পয়সায়। অর্থাৎ শেয়ারটির দর ৬ টাকা ৫০ পয়সা বেড়েছে। এর মাধ্যমেই কোম্পনিটি বড় পতনে বাধা হয়ে দাঁড়ায়।

আজ শেয়ারবাজারের পতনকে বাড়তে না দেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি ব্যাংকের ১.১৯ পয়েন্ট আর হাইডেলবার্গ সিমেন্টের সূচক ১.১২ পয়েন্ট বেড়েছে।

বাজার বিশ্লেষকরা বলেন, আজ বাজারকে বড় পতনের হাত থেকে ৫ কোম্পানি বিশেষ অবদান রেখেছে। এই ৫ কোম্পানির শেয়ার দর যদি কমতো তাহলে বাজারে আরো বড় পতন দেখা লাগত। তাই বিনিয়োগকারীদের উচিৎ ভালো কোম্পানিগুলোকে মূল্যায়নে এনে বিনিয়োগ বাড়ানো। তাহলে শেয়ারবাজারে উত্থান না হলেও বড় পতনকে থামানো সম্ভব।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে