ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় উত্থান থেকে ফিরে এলো শেয়ারবাজার

২০২৪ সেপ্টেম্বর ২২ ১৫:২৩:১১
বড় উত্থান থেকে ফিরে এলো শেয়ারবাজার

আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার আগেরদিনের ইতিবাচক প্রবণতায় লেনদেবেড়ে লেনদেন হতে দেখা যায়। এই সময় কিছুটা সেল প্রেসার বেড়ে গেলে বাজার কিছুটা পেছনে ফিরতে থাকে।

এরপর লেনদেনের দেড় ঘন্টার দিকে বাজার আবারও সামনে দিকে অগ্রসর হয়। বেলা ১১টা ৫৫ থেকে বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত বাজার দিনের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করতে দেখা যায়। এই সময় ডিএসইর সূচক ৫৮ পয়েন্ট বেড়ে লেনদেন হয়।

তারপর থেকে সেল প্রেস প্রেসারে ধারবাহিকভাবে বাজার নামতে থাকে। এক পর্যায়ে লেনদেনের শেষ পর্যায়ে বাজার নেতিবাচক প্রবণতায়ও টার্ন নেয়। শেষভাবে ডিএসইর সূচক প্রায় ১০ পয়েন্ট নেমে যায়। তবে অ্যাডজাস্টমেন্টের আগে সূচকের পতন সামান্য নেতিবাচক প্রবণতায় স্থির হয়। তবে আগেরদিনের চেয়ে আজ সূচক ইতিবাচক না থাকলে লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা গেছে।

রোববারের বাজার পর্যায়লোচনা

আজ ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ০.৩০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৩৫ পয়েন্টে। আগেরদিন সূচক বেড়েছিল ৪১ পয়েন্ট। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ্ সূচক ডিএসইএস ৫.৬৬ পয়েন্ট বেড়েছে এবং ডিএস৩০ সূচক ১১.৬৩ পয়েন্ট কমেছে।

ডিএসইতে আজ মোট ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকার।

এদিন ডিএসইতে ৬৭৫ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৯৪ কোটি ৭৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৮০ কোটি ৯৬ লাখ টাকার বা ১৪ শতাংশ।

ডিএসইতে আজ লেনদেন হওয়া ৪০০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০৯টির বা ২৭.২৫ শতাংশের, কমেছে ২৩৩টির বা ৫৮.২৫ শতাংশের এবং পরিবর্তন হয়নি ৫৮টির বা ১৪.৫ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ১৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৬টির এবং পরিবর্তন হয়নি ২৬টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬ হাজার ১৮৯ পয়েন্টে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে