ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই জেডের শেয়ারে বিনিয়োগকারীরা দিশেহারা

২০২৪ সেপ্টেম্বর ২১ ০৮:৩১:১৯
দুই জেডের শেয়ারে বিনিয়োগকারীরা দিশেহারা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির দুই শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কোম্পানি দুটির শেয়ার পতনের শীর্ষ তালিকায় বড় পতন নিয়ে অবস্থান করছে।

কোম্পানি দুটি হলো-ন্যাশনাল টি কোম্পানি ও হামি ইন্ডাষ্ট্রিজ পিএলসি। কোম্পানি দুটির শেয়ার বিদায়ী সপ্তাহে ডিএসইর দরপতনের তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান রয়েছে।

ন্যাশনাল টি কোম্পানি

বিদায়ী সপ্তাহে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোমবার শেয়ারবাজার বন্ধ ছিল। যে কারণে আলোচ্য সপ্তাহে শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসের মধ্যে চার কর্মদিবসই ন্যাশনাল টি কোম্পানির শেয়ার দাম কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ২৪.২৩ শতাংশ।

সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৬৮ টাকা ৯০ পয়সায়। যা সপ্তাহের প্রথম কর্মদিবসে উদ্বোধনী দাম ছিল ৪৮৬ টাকা ৯০ পয়সায়।

তবে আগের সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে পাঁচ কর্মদিবসই শেয়ারটির দাম ঊর্ধ্বমুখী ছিল। ওই সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ারটির উদ্বোধনী দাম ছিল ৩২০ টাকা ৩০ পয়সায়। যা শেষদিন ক্লোজিং হয়েছে ৪৮৬ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যাবধানে শেয়ারটির দাম বেড়েছিল ৫২.০১ শতাংশ।

রাষ্ট্রায়াত্ব এই কোম্পানিটি শেয়ারবাজারের মাফিয়া ডন নাফিস সরাফত দখল করে যথেচ্ছভাবে লুটপাট করেছে। যার ফলে কোম্পানিটি বর্তমানে রেকর্ড পরিমাণ লোকসানের কবলে পড়েছে। এই নিয়ে গণমাধ্যমে নেতিবাচক খবর প্রকাশ হওয়ায় কোম্পানিটির শেয়ার পতন প্রবণতায় টার্ন নিয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

হামি ইন্ডাষ্ট্রিজ

বিদায়ী সপ্তাহের চার কর্মদিবসের মধ্যে চার কর্মদিবসই হামি ইন্ডাষ্ট্রিজের শেয়ার দাম কমেছে। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪.০১ শতাংশ। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯৪ টাকা ৫০ পয়সায়। যা সপ্তাহের প্রথম কর্মদিবসে উদ্বোধনী দাম ছিল ১০৯ টাকা ৯০ পয়সায়।

আগের সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে চার কর্মদিবসই শেয়ারটির দাম কমেছে। ওই সপ্তাহের প্রথম কর্মদিবসে শেয়ারটির উদ্বোধনী দাম ছিল ১২৬ টাকা ৬০ পয়সায়। যা শেষদিনে ক্লোজিং দাম হয় ১০৯ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যাবধানে শেয়ারটির দাম কমে যায় ১৩.১৯ শতাংশ।

কোম্পানিটির বিষয়ে উদ্দেশ্যমূলকভাবে ভুল তথ্য প্রচার করে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক শেয়ারটির দাম বাড়িয়ে অনৈতিক সুবিধা নিয়েছেন। শেয়ার দাম বাড়ানোর জন্য তিনি পানিবিহীন পুকুরে মাছ চাষের ভুয়া খবরও প্রচার করেছেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএসইসি তার এক কোটি টাকা জরিমানা করেছে। এমন খবরে কোম্পানিটির শেয়ার দাম ধারাবাহিক পতনে রয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে