ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বেক্সিমকো গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগের নির্দেশ

২০২৪ সেপ্টেম্বর ১৯ ২৩:০৭:৪৬
বেক্সিমকো গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে হাইকোর্ট সালমান এফ রহমান বিদেশে যে অর্থ পাচার করেছে তা ফেরত আনারও নির্দেশ দিয়েছেন।

হাইকোর্টের এই আদেশ বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন চার সপ্তাহের মধ্যে দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এই সংক্রান্ত লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। এর আগে গত ৫ সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এক রিটে রুলসহ আদেশ দেন।

সেই আদেশের প্রকাশিত অনুলিপিতে রিসিভার নিয়োগের নির্দেশের বিষয়টি রয়েছে এবং বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির সমস্ত সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টে রিটের পক্ষে শুনানি করেন রিটকারি আইনজীবী মাসুদ আর সোবহান। সাথে ছিলেন ব্যারিস্টার ফাতেমা চৌধুরী।

আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে