ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

ডিএসইতে ফের দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

২০২৪ সেপ্টেম্বর ১৯ ১৯:২২:১১
ডিএসইতে ফের দুই স্বতন্ত্র পরিচালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার সদ্য নিয়োগ পাওয়া ২ জন স্বতন্ত্র পরিচালক আবারও দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেছেন।

এর প্রেক্ষিতে প্রতিষ্ঠানটিতে আজ বৃহস্পতিবার আবারও দুই জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর আগে গত ০১ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া ৭ জন স্বতন্ত্র পরিচালকের মধ্য ২ জন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় তাদের নতুন করে নিয়োগ দিয়েছিল বিএসইসি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯২২ তম জরুরি কমিশন সভায় এই নিয়োগ দেওয়া হয়।

নতুন নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরিা হলেন- আইপিডিসি ফিন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং ক্লিনক অ্যাডভাইসরির প্রতিষ্ঠাতা মোমিনুল ইসলাম ও সাবেক কান্ট্রি ম্যানাজার বাংলাদেশ ওয়েলস ফার্গো ব্যাংকের সাবেক কান্ট্রি ম্যানেজার এবং ফিন্স এ্যালাইয়েন্স এন্ড রিস্ক অ্যাডভাইসারি অ্যান্ড কনসালটেন্সীর সিইও ও চীফ কনসালট্যান্ট শাহনাজ সুলতানা ।

এর আগে নিয়োগ পাওয়া স্বতন্ত্র পরিচালকরা ছিলেন- মালদ্বীপ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কেএএম মাজেদুর রহমান, মেজর জেনারেল (অব.) ড. মো. কামরুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মফিজুল ইসলাম রাশেদ, সিরডাপের গবেষণা পরিচালক ড. মো. হেলালউদ্দিন, মেটলাইফ বাংলাদেশের সাবেক জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম এবং বাংলাদেশ ডাটা সেন্টার ও ডিজাস্টার রিকভারি সাইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ব্যাংকের (লিয়েন) চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার মো. ইসহাক মিয়া।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে