ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

সিডব্লিউটি’র চার ফান্ডের বিষয়ে তদন্ত করবে বিএসইসি

২০২৪ সেপ্টেম্বর ১৮ ২০:৫২:৩৮
সিডব্লিউটি’র চার ফান্ডের বিষয়ে তদন্ত করবে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারের তালিকাভুক্ত সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি লিমিটেড পরিচালিত চার ফান্ডের বিষয়ে তদন্ত করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯২১ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাশেষে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৯ জুন অনুষ্ঠিত কমিশনের ৯১১তম সভায় সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড এবং খসড়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট অনুমোদন প্রদান করা হয়।

তবে পরবর্তীতে এই সংক্রান্ত প্রকাশিত বিভিন্ন বিরুপ তথ্য থাকায় প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি ফান্ডের নিবন্ধন সনদ প্রদান করা হবে না মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি লিমিটেডের অধীনে পরিচালিত চারটি ফান্ডের ইনক্যুয়ারি পরিচালনা করা হবে বলে কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে