ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
Sharenews24

পতনের বাজারেও বিক্রেতা উধাও চার কোম্পানির

২০২৪ সেপ্টেম্বর ১৭ ১৯:৩৭:০৫
পতনের বাজারেও বিক্রেতা উধাও চার কোম্পানির

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারের পতনের ধারাবাহিকতায় আজ মঙ্গলবারও শেয়ারবাজারে পতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ পতন আগের দিনের চেয়ে বেশি ঘনীভূত হয়েছে। আগের কর্মদিবসে ডিএসইর সূচক কমেছিল ১৪ পয়েন্ট। আজ কমেছে ৩০ পয়েন্টের বেশি।

পতনের এমন ঝাপটায়ও চার প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ছিল বিক্রেতাশুন্য। এসব প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনের শেষ পর্যন্ত কেনার জন্য ক্রেতাদের উপস্থিতি থাকলেও বিক্রির জন্য বিক্রেতাদের সন্ধান মেলেনি। প্রতিষ্ঠানগুলো হলো-বিডি থাই অ্যালুমিনিয়াম, গোল্ডেন হারভেস্ট, গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ড ও ইসলামিক ফাইন্যান্স।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে সর্বোচ্চ ১০ শতাংশ ও গোল্ডেন হারভেস্টের সর্বোচ্চ ১০ শতাংশ।

অন্যদিকে, গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে ৯.৬৮ শতাংশ ও ইসলামিক ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার লেনদেন হয়েছে ৩৬ লাখ ২৪ হাজার ১৯১টি, গোল্ডেন হারভেস্টের ১৭ লাখ ১১ হাজার ৩২৪টি, গোল্ডেন জুবিলী মিউচ্যুয়াল ফান্ডের ২৪ লাখ ৭১ হাজার ৫৯২টি এবং ইসলামিক ফাইন্যান্সে ৬ লাখ ২৫ হাজার ৫০৯টি।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে