ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ারবাজারে বাউন্সব্যাক, পতনেও উত্থানের আভাস

২০২৪ সেপ্টেম্বর ১৫ ১৫:১৯:৩৯
শেয়ারবাজারে বাউন্সব্যাক, পতনেও উত্থানের আভাস

নিজস্ব প্রতিবেদক: আগের তিন কর্মদিবসে শেয়ারবাজারে সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারও উভয় বাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে ১৪ পয়েন্টের বেশি সূচক বাড়তে দেখা যায়।

এই সময়ে বড় মূলধনী কয়েকটি কোম্পানির শেয়ার দামে নেতিবাচক প্রবণতা তৈরি হয়। কোম্পানিগুলো মধ্যে বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, স্কয়ার ফার্মা, রেনেটা, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক প্রাইম ব্যাংক, বিকন ফার্মা, বেক্সিমকো ফার্মা অন্যতম।

এসব বড় মূলধনী কোম্পানির শেয়ার দামে পতন আরও বেড়ে গেলে ইতিবাচক বাজার বড় নেতিবাচক প্রবণতায় টার্ন নেয়। এতে দেখা যায়, লেনদেনের মাঝামাঝি বেলা সোয়া ১২টায় ডিএসইর সূচক ৩৮ পয়েন্টের বেশি কমে যায়।

এই সময়ে আরও কয়েকটি বড় মূলধনী কোম্পানি, যেমন-ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, সী পার্ল রিসোর্ট, ইউনিক হোটেলের মতো কোম্পানির শেয়ার ভালো রকম ইতিবাচক প্রবণতায় টার্ন নেয়। যার ফলে সূচকের পতন কমতে থাকে। এর ফলে সোয়া ১টায় ডিএসইর সূচক ১১ পয়েন্ট বেশি বেড়ে ওপরে উঠে যায়। তবে শেষবেলায় বড় মূলধনী আরও কিছু কোম্পানির শেয়ার নেতিবাচক অবস্থার দিকে অগ্রসর হওয়ায় এবং বিনিয়োগ অ্যাডজাস্টমেন্টের কারণে সূচকের পতন ১৪ পয়েন্টে স্থির হয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজও টঙ্গী, আশুলিয়া, জয়দেবপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ কিছুটা অব্যাহত থাকে। যা আজও শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব ফেলে। আশা করা যায়, আগামী দুই-এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং শেয়ারবাজারও সামনে অগ্রসর হবে।

এছাড়া, বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়া জোরদার করার জন্য যুক্তরাষ্ট্রের ২০০ মিলিয়ন ডলারের সহায়তা এবং পোশাক শিল্পের উন্নয়নে দেশটির ইতিবাচক মনোভাব আগামী দিনের শেয়ারবাজারে অবশ্যই ইতিবাচক প্রভাব দেখা যাবে বলে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

রোববারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭১১ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৪৬ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ ১৫.২২ পয়েন্ট কমে ২ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৬৬৮ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছে ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকা।

ডিএসইতে আজ মোট ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে