ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
Sharenews24

একজন ব্যক্তির একাধিক জন্মসনদ অবৈধ: পাসপোর্ট অধিদপ্তর

২০২৪ সেপ্টেম্বর ১২ ২১:১৩:৩৪
একজন ব্যক্তির একাধিক জন্মসনদ অবৈধ: পাসপোর্ট অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর একজন ব্যক্তির একাধিক জন্মসনদ থাকা আইনসংগত নয় উল্লেখ করে নতুন নির্দেশনা দিয়েছে।

কারও একাধিকবার জন্ম নিবন্ধন করা থাকলে তা বাতিলের নির্দেশনাও দিয়েছে অধিদপ্তর।

বুধবার (১১ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পাসপোর্ট বিভাগ। আদেশে সই করেন অধিদপ্তরের সহকারী পরিচালক (পাসপোর্ট) মো. সাদ্দাম হোসেন।

এতে বলা হয়, কতিপয় পাসপোর্ট আবেদনকারীর এক বা একাধিক জন্ম নিবন্ধন সনদ মিলেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন-২০০৪ অনুযায়ী এক ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন থাকা আইনসংগত নয়।

কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন বিদ্যমান থাকলে সেক্ষেত্রে কিছু নির্দেশনা দিয়েছে অধিদপ্তর।

নির্দেশনাগুলো হলো- কোনো ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধন অনলাইনে থাকলে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ করে একটি জন্ম নিবন্ধন বহাল রাখতে হবে। অন্যসব জন্ম নিবন্ধন বাতিলের উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে।

আদেশে আরও বলা হয়, কোনো ব্যক্তির একটি জন্ম নিবন্ধন অনলাইনে এবং অন্যটি অফলাইনে থাকলে অনলাইনের জন্ম নিবন্ধনটি বিবেচনা করতে হবে।

১৮ বছরের কম বয়সী যে কোনো কারও পাসপোর্ট করতে জন্ম নিবন্ধনের প্রয়োজন হয়। পাশাপাশি আবেদনকারীর বাবা-মা অথবা বৈধ অভিভাবকের সত্যায়নের প্রয়োজন হয়।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে