ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

এবার ডিএসই পর্ষদে যোগ না দেওয়ার ঘোষণা ড. হেলাল উদ্দিনের

২০২৪ সেপ্টেম্বর ১২ ১০:৫৪:০০
এবার ডিএসই পর্ষদে যোগ না দেওয়ার ঘোষণা ড. হেলাল উদ্দিনের

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পাওয়া কেএএম মাজেদুর রহমানের পর এবার সরে দাঁড়ালেন ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।

ডিএসইর পর্ষদে তাদের নিয়োগ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে প্রথমে কেএএম মাজেদুর রহমান যোগ না দেওয়ার ঘোষণা দেন। এরপর পর্ষদে যোগ দেবেন না বলে ঘোষণা দিলেন ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এখন কেবল বাকি রইল আর্থিক বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন। তার নিয়োগ নিয়েও রয়েছে একই রকম অনিয়ম।

এর আগে গত ১ সেপ্টেম্বর ডিএসইর স্বতন্ত্র বা স্বাধীন পরিচালক হিসেবে কেএএম মাজেদুর রহমান, ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ও ড. নাহিদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়েছে বলে ডিএসইর ট্রেকহোল্ডাররা প্রশ্ন তোলেন।

এই বিতর্কের মধ্যে কেএএম মাজেদুর রহমান ও ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ডিএসইর পর্ষদে যোগ দিতে অনীহা প্রকাশ করেন। তবে যার নিয়োগ নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক রয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ড. নাহিদ হোসেন এখনো রয়ে গেছেন। যিনি শেখ হাসিনা সরকারের একজন সুবিধাভোগী কর্মকর্তা।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে