ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

বিজিআইসি ইনভেস্টমেন্ট ফান্ডের প্রস্তাব সম্পন্ন করার সিদ্ধান্ত

২০২৪ সেপ্টেম্বর ১১ ১৭:১৪:৪৯
বিজিআইসি ইনভেস্টমেন্ট ফান্ডের প্রস্তাব সম্পন্ন করার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি কর্তৃক দাখিলকৃত আরবিআইএমসিও বিজিএফআই ফান্ডের প্রস্তাব সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ৯২০ তম কমিশন সভায় বিজেআইসি দাখিলকৃত রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট পরিচালিত এই ফান্ডের প্রস্তাব সম্পন্ন করার নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ১০ কোটি টাকা। যার মধ্যে উদ্যোক্তা হিসাবে রয়েল বেঙ্গল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ১ কোটি টাকা প্রদান করবে এবং বাকী ৯ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য হবে ১০ টাকা। উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসাবে রয়েছে বেঙ্গল ইনভেস্টমেট ম্যানেজমেন্ট কোম্পানি ও ট্রাষ্টি হিসাবে বাংলাদেশ জেনারেল ইস্যুরেন্স কোম্পানি এবং কাস্টডিয়ান হিসাবে কাজ করছে ব্র্যাক ব্যাংক।

এর আগে, ২০২১ সালের ১৫ এপ্রিল অনুষ্ঠিত নিয়ন্ত্রক সংস্থার ৭৭০তম কমিশন সভায় ‘আরবিআইএমসিও বিজিএফআই ফান্ড ’এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে