ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

তিন বছর পর আবারও লোকসানে প্রাইম টেক্সটাইল

২০২৪ সেপ্টেম্বর ১১ ০৬:১৩:৪২
তিন বছর পর আবারও লোকসানে প্রাইম টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল মিলস লিমিটেডের ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরে শেয়ারপ্রতি ৮ টাকা ৫ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরে শেয়ারপ্রতি ৪৩ পয়সা আয় হয়েছিল কোম্পানিটির।তারও আগে ২০২০ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ২ টাকা ৬৭ পয়সা।

লোকসান হওয়ার কারণেসমাপ্ত ২০২৩ অর্থবছরে বিনিয়োগকারীদের ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে কোম্পানিটি। তবে ২০২০ সালে লোকসান সত্বেও কোম্পানিটি ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

কোম্পানিটি জানিয়েছে, কাঁচামাল সংকট এবং বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি কারণে গত বছরের ১ ডিসেম্বর থেকে প্রাইম টেক্সটাইলের কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত পুনরায় উৎপাদন চালু করা সম্ভব হয়নি। মূলত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে গত ২৯ জুলাই প্রাইম টেক্সটাইলের ছয় মাসের উৎপাদনের অবস্থা জানতে চেয়ে চিঠি দেয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে কোম্পানিটি জানায় যে গত বছরের ১ ডিসেম্বর থেকে তাদের কারখানা বন্ধ রয়েছে। তার আগে কোম্পানিটি উৎপাদন ব্যবস্থা সম্পর্কে বিনিয়োগকারীদের অন্ধকারে রেখেছিল।

প্রসঙ্গত, ২০২১-২২ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলসের পর্ষদ। আগের ২০২০-২১ অর্থবছরেও ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল কোম্পানিটি।

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম টেক্সটাইল মিলসের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩৮ কোটি ২০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২০০ কোটি ৫২ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৮২ লাখ। এর মধ্যে ৫০ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকের কাছে রয়েছে। বাকি শেয়ারের মধ্যে ৫.২০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.২৫ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও ৪৪.৫৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে