ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

লেনদেনের এক চতুর্থাংশ ৭ কোম্পানির

২০২৪ সেপ্টেম্বর ১০ ১৭:৪৫:০৮
লেনদেনের এক চতুর্থাংশ ৭ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাড়ে পাঁচশত কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এদিন মোট লেনদেনের চার ভাগের এক ভাগ হয়েছে সাত কোম্পানির মাধ্যমে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ ৫৬২ কোটি টাকার লেনদেন হয়েছে। এর মধ্যে সাত কোম্পানর হয়েছে ১৩৯ কোটি টাকার। যা মোট লেনদেনের চার ভাগের এক ভাগ।

কোম্পানিগুলো হলোঃ অলিম্পিক, লিনডে বিডি, ব্র্যাক ব্যাংক, গ্রামীণফোন, এনআরবি ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট এবং আইএফআইসি ব্যাংক।

কোম্পানিগুলোর মধ্যে

অলিম্পিকের লেনদেন হয়েছে ৩২ কোটি ৩৬ লাখ টাকা। আজ ডিএসইতে এটিই সর্বোচ্চ লেনদেন। আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২১২ টাকা ৩০ পয়সা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর হয় ২১২ টাকা ৩০ পয়সায়ই থাকে। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর অপরিবর্তিত থাকে। এদিন কোম্পানিটির ১৫ লাখ ২১ হাজার ৪৩৬টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমেই কোম্পানিটি সবচেয়ে বেশি লেনদেন হয়।

লিনডে বিডির আজ ২ রাখ ১৫ হাজার ৪১০টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ৩১ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। অর্থাৎ কোম্পানির দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইতে।

ব্র্যাক ব্যাংকের লেনদেন হয়েছে ২১ কোটি ৭২ লাখ টাকার। ডিএসইতে এই লেনদেনটি তৃতীয় সর্বোচ্চ। এদিন কোম্পানিটির ৩৮ লাখ ৬২ হাজার ৫৫টি শেয়ার হাত বদল হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোনের ১৪ কোটি ৪৫ লাখ টাকার, এনআরবি ব্যাংকের ১৪ কোটি ৩ লাখ টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৩ কোটি ৯৮ লাখ টাকার এবং আইএফআইসি ব্যাংকের ১১ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে