ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

সর্বোচ্চ আস্থায় ৩ কোম্পানি

২০২৪ সেপ্টেম্বর ০৯ ১৭:১৯:০০
সর্বোচ্চ আস্থায় ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : টানা পতনে বিপর্যস্ত দেশের শেয়ারবাজার। আগেরে দিনের নেতিবাচক ধারাবাহিকতা আজও (রোববার) শেয়ারবাজার অব্যাহত। শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে যেসব কোম্পানির শেয়ার দর বেড়েছে তাদের মধ্যে মাত্র তিনটি কোম্পানি রয়েছে যাদের প্রতি সর্বোচ্চ আস্থা ছিল শেয়ারহোল্ডারদের। লেনদেন শুরুর কিছুক্ষণ পরই এসব কোম্পানির শেয়ারে বিক্রেতা শূন্য হয়ে পড়ে।

কোম্পানি তিনটি হলোঃ মিরাকল ইন্ডাস্ট্রিজ, বিকন ফার্মা এবং ন্যাশনাল টি।

মিরাকল ইন্ডাস্ট্রিজ

মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৮ টাকা ১০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ২৮ টাকা ৩০ পয়সায়। সবশেষ শেয়ারটির ক্লোজিং দর হয় ৩১ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর কিছু সময় পরই বিক্রেতা উধাও হয়ে যায়। এরপর লেনদেনের বাকি সময় আর বিক্রেতা ফিরতে দেখা যায়নি এই শেয়ারে। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা এই শেয়ার থেকে আজ সর্বোচ্চ মুনাফা তুলেছেন।

বিকন ফার্মা

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১৩ টাকা ৯০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ১১২ টাকা ৫০ পয়সায়। সবশেষ শেয়ারটির ক্লোজিং দর হয় ১২৫ টাকা ২০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৩০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর কিছু সময় পরই বিক্রেতা উধাও হয়ে যায়। এরপর লেনদেনের বাকি সময় আর বিক্রেতা ফিরতে দেখা যায়নি এই শেয়ারে। কোম্পানিটির শেয়ারহোল্ডাররা এই শেয়ার থেকে আজ দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা তুলেছেন।

ন্যাশনাল টি

আজ ন্যাশনাল টি’র শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪৮ টাকা ৩০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৩৬০ টাকায়। সবশেষ শেয়ারটির ক্লোজিং দর হয় ৩৭৮ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩০ টাকা ৪০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ার লেনদেন শুরুর কিছু সময় পরই বিক্রেতা উধাও হয়ে যায়। এরপর লেনদেনের বাকি সময় আর বিক্রেতা ফিরতে দেখা যায়নি এই শেয়ারে।

বাজার বিশ্লেষকরা বলছেন, কোনো কোম্পানির শেয়ারে বিক্রেতা তখনই পাওয়া যায় না, যখন শেয়ারটির প্রতি আস্থা সর্বোচ্চ পর্যায়ে থাকে। আস্থার কারণে আজ তিনটি কোম্পানির শেয়ারে বিক্রেতা খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ শেয়ারটি কোনো শেয়ারহোল্ডার হাত ছাড়া করতে আগ্রহী ছিল না। এভাবে অন্য কোম্পানির শেয়ারের প্রতি শেয়ারহোল্ডারদের আস্থা বাড়লেই বাজার তার আপন গতিতে ফিরে আসবে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে