ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ডিএসইর স্বতন্ত্র পরিচালক নিয়োগ পুনর্বিবেচনার দাবি

২০২৪ সেপ্টেম্বর ০৫ ২০:০১:৩৭
ডিএসইর স্বতন্ত্র পরিচালক নিয়োগ পুনর্বিবেচনার দাবি

নিজস্ব প্রতিবেদক : প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগে ডিমিউচুয়ালাইজেশন আইন ২০১৩-এর ২৪ ধারা যথাযথভাবে অনুসরণ এবং পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

এর আগে, গত রোববার ডিএসইতে ৭ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিবিএর দাবি- পরিচালক নিয়োগে ডিমিউচুয়ালাইজেশন আইনের ২৪ ধারা কার্যকর ও যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বরাবর একটি চিঠি দিয়েছে ডিবিএ।

চিঠিতে ডিবিএ তাদের দাবি পুনর্বিবেচনার জন্য বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে অনুরোধ জানিয়েছে।

সংগঠনটি জানায়- গত ১৫ বছর ধরে বিগত দুটি কমিশনের বিনিয়োগকারী বিরোধী, অস্বচ্ছ এবং স্বার্থান্বেষী সিদ্ধান্তের কারণে বাংলাদেশের শেয়ারবাজার একটি অনিশ্চিত পরিস্থিতিতে পড়েছে।

স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় বিনিয়োগকারীরা আশা করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে, অন্তর্বর্তী সরকারের সময়ে আমাদের একটি স্বচ্ছ, বিনিয়োগকারী-বান্ধব বাজার থাকবে এবং বিএসইসি একটি গণতান্ত্রিক নিয়ন্ত্রক হিসাবে কাজ করবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সহায়তা করবে।

বিএসইসি ডিএসই পর্ষদের ৭ (সাত) জন স্বাধীন পরিচালক নিয়োগে ডিমিউচুয়ালাইজেশন আইন ২০১৩-এর ২৪ ধারা প্রয়োগ করেছে। এ বিষয়ে আমরা আইনি পরামর্শ নিয়ে জেনেছি যে, ডিমিউচুয়ালাইজেশন আইনের ২৪ ধারাটি আরও কার্যকরভাবে এবং যথাযথভাবে অনুসরণ করে এবং ডিমিউচুয়ালাইজেশন স্কিম মেনে ডিএসই-এর এনআরসি গঠন/পুনর্গঠনে কার্যকরভাবে প্রয়োগ করা যেতে পারে।

চিঠিতে ডিবিএ আরও জানায়, বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আমরা ৭ জন (সাত) জন পরিচালকের নিয়োগের নিয়োগ প্রক্রিয়ায় নিম্নে প্রদত্ত পদ্ধতি অনুসরণ করত: পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করবো। অনুগ্রহ করে ডিমিউচুয়ালাইজেশন আইন ২০১৩-এর ধারা ২৪ প্রয়োগ করে বিদ্যমান চারজন নির্বাচিত শেয়ারহোল্ডার পরিচালকের সমন্বয়ে এনআরসি গঠন করুন।

ডিএসইর স্বতন্ত্র পরিচালক মনোনয়নের সুপারিশ বিএসইতে প্রেরণের জন্য এনআরসি-কে যথাযথ পদ্ধতি অনুসরণ করতে দিন এবং ডিএসই ও শেয়ারবাজারের স্বার্থে, ডিমিউচুয়ালাইজেশন স্কিম অনুযায়ী বিএসইসি থেকে পরিচালক চূড়ান্ত করার পদ্ধতি অনুসরণ করতে দিন।

এতে উল্লেখ করা হয়, প্রদত্ত বিষয়গুলোর বাস্তবায়ন, একটি বিনিয়োগকারী-বান্ধব বাজার তৈরি করতে সাহায্য করবে এবং ডিএসইকে "বৈচিত্রপূর্ণ কার্যকরী প্রার্থী" মনোনয়নে স্বাধীনভাবে কাজ করতে সাহায্য করবে।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে