ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ভাগ্যবান বিনিয়োগকারী

২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৮:১৩:৩৭
ভাগ্যবান বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক : টানা চার কর্মদিবস পতন হল শেয়ারবাজারে। বুধবারের চেয়ে আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) নেতিবাচক কম হয়েছে শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যেসব প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে তাদের মধ্যে ৯৮টির শেয়ার দর বেড়েছে। আর এই দর বাড়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র একটি কোম্পানির বিনিয়োগকারীরা সর্বোচ্চ ভাগ্যবান।

কোম্পানিটি হলো: এনআরবি ব্যাংক। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা বা ৯.৯২ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ১২ টাকা ২০ পয়সায়। আগের কর্মদিবসে কোম্পানিটিরি শেয়ারের ক্লোজিং দর ছিল ১২ টাকা ১০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ১৩ টাকা ৩০ পয়সায়। এদিন লেনদেন শুরুর কিছু সময় পরেই শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। অর্থাৎ শেয়ারটির দর বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ পর্যায় হয়।

এর আগে দুই কর্মদিবস এনআরবি ব্যাংকের শেয়ার দর বাড়ে। দুই কর্মদিবসে কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বেড়েছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে