ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

তিন বছর পর সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভায় তিন উদ্যোক্তা পরিচালক

২০২৪ সেপ্টেম্বর ০৫ ০৭:৫০:১৮
তিন বছর পর সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভায় তিন উদ্যোক্তা পরিচালক

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভায় দীর্ঘ তিন বছরেরও বেশি সময় পর তিন উদ্যোক্তা পরিচালক এমএ কাশেম, আজিম উদ্দিন আহমেদ এবং রেহানা রহমান যোগ দিয়েছেন।

বুধবার (০৪ সেপ্টেম্বর) নিজেদের প্রতিষ্ঠিত ব্যাংকটির পূর্বনির্ধারিত বোর্ড সভায় তারা অংশ নিয়েছেন।

এর আগে ২০২১ সালের ৩০ জুন অনুষ্ঠিত বোর্ড সভা এই তিন উদ্যোক্তা পরিচালকসহ আরও দুজন বয়কট করেছিলেন। তাদের অভিযোগ ছিল, আলমগীর কবিরের নেতৃত্বে ব্যাংকটি যেভাবে চলছিল, তাতে তারা সন্তুষ্ট ছিলেন না। ব্যাংকটি আইন অনুযায়ী চালাতে অনুরোধ করেও চেয়ারম্যান আলমগীর কবিরের দিক থেকে সাড়া না পেয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। এই নিয়ে বাংলাদেশ ব্যাংকেও একটি লিখিত অভিযোগ জমা পড়ে।

এই ঘটনার পর পরিচালক পদে পুনর্নিয়োগ বিষয়ে প্রস্তাব পাঠানোর পরও বাংলাদেশ ব্যাংক তাদের ওই প্রস্তাব অনুমোদন না করায় তারা বোর্ড সভায় অংশ নিতে পারছিলেন না।

এরপর পরিচালক পদ ফিরে পেতে উদ্যোক্তারা হাইকোর্টে গত বছর রিট করেছিলেন। গত মঙ্গলবার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন এবং বিচারপতি কে এম ইমরুল কায়েসের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আদেশ দেন। এই পরিচালকরা সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় বাধাহীনভাবে অংশ নিতে পারবেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে