ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

সিএসই-৩০ সূচক সমন্বয়

২০২৪ সেপ্টেম্বর ০১ ১৭:০৭:১৩
সিএসই-৩০ সূচক সমন্বয়

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসইর) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই-৩০ সূচক সমন্বয় করা হয়েছে।এতে নতুন করে ১০টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে। আর পূর্বের ১০টি কোম্পানিকে বাদ দেয়া হয়েছে।

সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আগামী ১০ সেপ্টেম্বর থেকে যা কার্যকর হবে ১০ সেপ্টেম্বর।

নতুন করে যুক্ত কোম্পানীগুলো হলো- বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, বিএসআরএম স্টিলস লিমিটেড, ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি, ব্যাংক এশিয়া পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লি, ডিবিএইচ ফাইনান্স পিএলসি, মতিন স্পিনিং মিলস পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি এবং স্কয়ার টেক্সটাইলস পিএলসি।

ইনডেক্স থেকে বাদ যাওয়া কোম্পানীগুলো হল- এপেক্স ফুটওয়ার লিমিটেড, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ বিডি লি, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লি, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানি লি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, নাভানা সিএনজি লিমিটেড, পপুলার লাইফ ইন্সুরেন্স কো লি, পূবালী ব্যাংকপিএলসি, সামিট এলিয়েন্স পোর্ট লিমিটেড এবং সামিট পাওয়ার লিমিটেড ।

উল্লেখ্য, সিএসই-৩০ইনডেক্স-এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ২৭.৮৬% এবংফ্রি-ফ্লোট বাজার মূলধনসহ সকল নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা প্রায়৩৪.৮৫%।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে