ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

মশিহর সিকিউরিটিজের অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি

২০২৪ আগস্ট ২৯ ২১:৫৫:২৯
মশিহর সিকিউরিটিজের অনিয়ম তদন্তে ৫ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য প্রতিষ্ঠান মশিহর সিকিউরিটিজে কোনো অনিয়ম আছে কি-না, তা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই তদন্ত কমিটির আদেশ জারি করেছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মোহাম্মদ এমদাদুল হক, সহকারী পরিচালক মারুফ হাসান ও অমিত কুমার সাহা, ডিএসইর ম্যানেজার ইকরাম হোসেন এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজার শরীফ হোসেন ইরতেজা।

আদেশ জারির ৪৫ দিনের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত কাজ সম্পন্ন করে কমিশনের কাছে তাদের প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

মশিউর সিকিউরিটিজের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একই ব্যাংক হিসাব ও মোবাইল নাম্বার ব্যবহার করেছে বেশ কিছু বিও হিসাব খুলেছে মশিউর সিকিউরিটিজ লিমিটেড।

এছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস এবং বিএসইসির নির্দেশনা অনুযায়ী পূর্বানুমোদন ছাড়াই তিনটির বেশি সমন্বিত গ্রাহক হিসাব (কনসোলিডেটেড কাস্টমার অ্যাকাউন্ট) ব্যবহার করা এবং শেয়ার ক্রয়-বিক্রয় নির্দেশের স্লিপ সংরক্ষণ না করাসহ আরও গুরুতর অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে