ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বাজারকে নামাতে চেয়েছে ৮ কোম্পানি

২০২৪ আগস্ট ২৯ ১৭:৪৬:০৩
বাজারকে নামাতে চেয়েছে ৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের লেনদেন উত্থানে শেষ হলেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৭টি কোম্পানির শেয়ার দর কমেছে। আর এসব কোম্পানির মধ্যে ৮টি কোম্পানি বাজারকে নামাতে চেয়েছে।

কোম্পানিগুলো হলোঃ গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক., বিকন ফার্মা, লিনডে বিডি, ম্যারিকো এবংসিটি জেনারেল ইন্স্যুরেন্স।

কোম্পানিগুলোর মধ্যে গ্রামীণফোন বাজারকে নিচের দিকে নামাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। আজ গ্রামীণফোনের মাধ্যমে ২.৮২ পয়েন্ট সূচক কমেছে। দ্বিতীয় সর্বোচ্চ ২. ৪৪ পয়েন্ট কমেছে স্কয়ার ফার্মার সূচক আর তৃতীয় সর্বোচ্চ ২.২১ পয়েন্ট কমেছে ইসলামী ব্যাংকের সূচক।

গ্রামীণফোনের শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ৩৪৮ টাকা ৯০ পয়সায়। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়ায় ৩৪৪ টাকা। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর আজ ৪ টাকা ৯০ পয়সা কমেছে।

স্কয়ার ফার্মার শেয়ারের ক্লোজিং দর গতকাল ছিল ২৩৪ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে এই শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩৩ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা কমেছে।

ইসলামী ব্যাংকের শেয়ারে ক্লোজিং দর গতকাল ছিল ৪২ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪২ টাকা ১০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর আজ ৫০ পয়সা কমেছে।

এছাড়াও ন্যাশনাল ব্যাংকের ২.০২ পয়েন্ট, বিকন ফার্মার ১.৯০ পয়েন্ট, লিনডে বিডির ১.১২ পয়েন্ট, ম্যারিকোর ১.১০ পয়েন্ট এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সের সূচ ০.৯৭ পয়েন্ট কমেছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে