ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারের তিন ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ

২০২৪ আগস্ট ২৮ ০৬:১৫:০০
শেয়ারবাজারের তিন ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন ব্যাংক-গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পুরোনো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিআরপিডি পরিচালক মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক সার্কুলারে ৩টি ব্যাংকের প্রতিটিতে পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এরমধ্যে নুরুল আমিন গ্লোবাল ইসলামী ব্যাংকের এবং মু. ফরীদ উদ্দীন ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে তারা ব্যাংকগুলোর স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকবেন।

অন্যদিকে শরীফ জহীর ও মো. তানভীর খানকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

গ্লোবাল ইসলামী ব্যাংকের পর্ষদের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক জামাল মোল্লা, ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম খলিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের অধ্যাপক আবু হেনা রেজা হাসান ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মাহমুদ হোসেন।

ইউনিয়ন ব্যাংকের বাকি চার স্বতন্ত্র পরিচালক হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. শহিদুল ইসলাম জাহীদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট শেখ জাহিদুল ইসলাম।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. সাজ্জাদ হোসেন, অগ্রণী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওবায়দুর রহমান।

নুরুল আমিন মেঘনা ব্যাংকের এবং মু. ফরীদ উদ্দীন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। আর শরীফ জহীর ও মো. তানভীর খান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ারহোল্ডার।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে