ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

পদত্যাগ করেছেন আইসিবির চেয়ারম্যান

২০২৪ আগস্ট ২৭ ১৫:৪৯:৫৩
পদত্যাগ করেছেন আইসিবির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান সুবর্ণ বড়ুয়া পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবকে দেওয়া এক চিঠিতে পদত্যাগের কথা জানান সুবর্ণ বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের অধ্যাপক।

২০২৩ সালের নভেম্বরে তিন বছরের জন্য আইসিবির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন সুবর্ণ বড়ুয়া। তিনি আগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসানের স্থলাভিষিক্ত হন।

কর্মজীবনে ড. সুবর্ণ বড়ুয়া দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি ফাইন্যান্সিয়াল মডেলিং, ফাইন্যান্সিয়াল মার্কেট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও প্রজেক্ট ম্যানেজমেন্টের ওপর প্রশিক্ষণ প্রদান; বিশ্বব্যাংক, ইউএনডিপি ও ডিএফআইডির অর্থায়নে বিভিন্ন আন্তঃসীমান্ত গবেষণা প্রকল্প পরিচালনা এবং দেশীয় ও বহুজাতিক কোম্পানির পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে