ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

এসআইবিএলে ৫ সদস্যের নতুন পর্ষদ

২০২৪ আগস্ট ২৫ ১৮:০৮:২৪
এসআইবিএলে ৫ সদস্যের নতুন পর্ষদ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংকটির উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে নতুন পর্ষদ গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রোববার (২৫ আগস্ট) নতুন পর্ষদ সদস্যদের তালিকা ব্যাংকটিতে পাঠানো হতে পারে বলে জানা গেছে। এর আগে গত সপ্তাহে পর্ষদটি ভেঙ্গে নতুন পর্ষদ গঠিত হয়েছে স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে।

জানা গেছে, এসআইবিএলের নতুন পর্ষদে পরিচালক হয়েছেন উদ্যোক্তা শেয়ারহোল্ডার মেজর (অব.) মো. রেজাউল হক।

এছাড়া, স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাকসুদা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম, রূপালী ব্যাংকের সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মো. আনোয়ার হোসেন।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে