ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

কর্পোরেটদের বলিষ্ঠ ভূমিকার অভাবে ছন্দপতন শেয়ারবাজারে

২০২৪ আগস্ট ২৫ ১৫:২৪:৩৬
কর্পোরেটদের বলিষ্ঠ ভূমিকার অভাবে ছন্দপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক : অন্তবর্তী সরকার গঠনের প্রথম সপ্তাহে (১১-১৫ আগস্ট) শেয়ারবাজারে গড় লেনদেন হয়েছিল হাজার কোটি টাকার ওপরে। ওই সপ্তাহে সর্বোচ্চ লেনদেন উঠেছিল দুই হাজার কোটি টাকার বেশি। সপ্তাহটিতে লেনদেন বৃদ্ধির পাশাপাশি শেয়ার দরেও ছিল ভালো ঊর্ধ্বমুখী প্রবণতা।

কিন্তু এর পরের সপ্তাহেই (১৮-২২ আগস্ট) লেনদেন হাজার কোটি টাকার নিচে নেমে যায়। লেনদেন কমে যাওয়ায় উভয় স্টক এক্সচেঞ্জের সূচকও নেতিবাচক ধারায় টার্ন নেয়। এরফলে বাজারের লেনদেনে যেমন নেতিবাচক প্রভাব ফেলে, সূচকেও তেমনি বিরুপ প্রভাব দেখা যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, অন্তবর্তী সরকারের প্রথম সপ্তাহে কর্পোরেট তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ভালো ভূমিকা ছিল। যে কারণে লেনদেনে ও শেয়ার দামে ভালো গতিশীলতা দেখা গেছে। কিন্তু পরের সপ্তাহে তাদের ভূমিকা শ্লথ হয়ে পড়ায় বাজারের লেনদেন ও শেয়ার দামে ছন্দপতন দেখা যায়।

বাজার বিশ্লেষকরা বলছেন, অন্তবর্তী সরকার গঠনের পর নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র কমিশন এখনো পুরোপুরি গঠিত হয়নি। এছাড়া, দেশের দুই শেয়ারবাজার ঢাকা ও চিটাগাং স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেছেন। স্টক এক্সচেঞ্জ দুটির পরিচালনা পর্ষদও এখনো গঠিত হয়নি।

কর্পোরেট উদ্যোক্তারা বিএসইসি ও দুই স্টক এক্সচেঞ্জের পুর্নগঠন প্রক্রিয়া অবলোকন করছেন। এছাড়া, পাহাড়ী ঢলে ও অস্বাভাবিক বৃষ্টিপাতে দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় কর্পোরেট বিনিয়োগকারীরা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছেন। যে কারণে বাজারে লেনদেন ও গতিশীলতায় ছন্দপতন হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই এই অবস্থার আশু উন্নতি হবে।

রোববারের বাজার পর্যালোচনা

আজ রোববার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ‘ডিএসইএস’ ১.৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ২২০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২.৪৫ পয়েন্ট কমে ২ হাজার ৮৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫৫৮ কোটি ০৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকা।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১২৪টির, দর কমেছে ২৪০টির এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে।

এএসএম/

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে