ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

‘এ’ ক্যাটাগরির ৯ শেয়ারে আরো বেড়েছে বিনিয়োগাকারীদের রক্তক্ষরণ

২০২৪ আগস্ট ২৪ ১৫:৪৬:৫২
‘এ’ ক্যাটাগরির ৯ শেয়ারে আরো বেড়েছে বিনিয়োগাকারীদের রক্তক্ষরণ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৮-২২ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৯৪টির দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে প্রথম সারির অর্থাৎ ‘এ’ ক্যাটাগরি বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির শেয়ারে বিনিয়োগকারীদের রক্তক্ষরণ আরো বেড়েছে।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিগুলোর মধ্যে সর্বোচ্চ শেয়ার দর কমেছে ওরিয়ন ইনফিউশনের। কোম্পানিটির শেয়ার দর সপ্তাহে প্রথম কর্মদিবস লেনদেন শুরু হয় ৪২৪ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৬৫ টাকা ২০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫৯ টাকা ৭০ পয়সা বা ১৪.০৫ শতাংশ কমেছে।

এই তালিকায় থাকা দ্বিতীয় সর্বোচ্চ শেয়ার দর কমেছে হাইডেলবার্গ সিমেন্টে। কোম্পানিটির শেয়ার দর গত এক সপ্তাহে ৫০ টাকা ৪০ পয়সা বা ১৪.০৩ শতাংশ কমেছে। সপ্তাহের প্রথম কর্মদিবস কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয় ৩৫৯ টাকা ৩০ পয়সায়। আর সপ্তাহের শেষ কর্মদিবস লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩০৮ টাকা ৯০ পয়সায়।

তালিকায় থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ২১ টাকা ৫০ পয়সা বা ১৪.০২ শতাংশ কমে তৃতীয় স্থানে উঠে আসে।

এছাড়া ‘এ’ ক্যাটাগরিতে থাকা যেসব কোম্পানির শেয়ার দর কমে উপরের দিকে রয়েছে সেগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ১১ টাকা ৮০ পয়সা বা ১৩.৮২ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১০ টাকা ২০ পয়সা বা ১৩.৭৭ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৬ টাকা ৭০ পয়সা বা ১৩.৭৩ শতাংশ, ওরিয়ন ফার্মার ৭ টাকা ৭০ পয়সা বা ১৩.৬৩ শতাংশ, সোনালী পেপারের ৩১ টাকা ৫০ পয়সা বা ১৩.৫৬ শতাংশ এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৬ টাকা বা ১৩.৪৮ শতাংশ কমেছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে