ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় উত্থানের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার

২০২৪ আগস্ট ২২ ১৯:০৮:১১
বড় উত্থানের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : টানা পাঁচ কর্মদিবস পতনের পর বৃহস্পতিবার (২২ আগস্ট) ঘুরে দাঁড়িয়েছে শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ৯৩ পয়েন্ট। ডিএসইতে সূচকে বড় উত্থানে ইসলামী ব্যাংক, বৃটিশ আমেরিকা ট্যোবাকো, ব্র্যাক ব্যাংক ও বেক্সিমকোর মতো ১০ কোম্পানি মূখ্য ভূমিকা রেখেছে।

আজ ডিএসইতে যে ৯৩ পয়েন্ট বেড়েছে এর মধ্যে ১০ কোম্পানির সূচক বেড়েছে ৮২ পয়েন্টে। যা শতাংশ হিসেবে ৯০ শতাংশ। ইতিবাচক থাকার বাকি ১৪১ কোম্পানির শেয়ার অবদান রেখেছে ১১ পয়েন্ট বা ১০ শতাংশ। লংকাবাংলা ফাইন্যান্স সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে ডিএসইর সূচকে অবদান রেখেছে ইসলামী ব্যাংকের শেয়ার ১৮.৫৭ পয়েন্ট। যা মোট সূচকের ১৯.৯৭ শতাংশ।

বাজার উত্থানে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রেখেছে বৃটিশ আমেরিকান ট্যোবাকোর (বিএটিবিসি)। এই কোম্পানি সূচক বাড়িয়েছে ১০.১৮ পয়েন্ট। যা শতাংশ হিসেবে ১০.৯৫ শতাংশ।

তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংকের। এই কোম্পানির মাধ্যমে সূচক বেড়েছে ৮.৭৫ পয়েন্ট। যা শতাংশ হিসেবে ৯.৪১ শতাংশ।

বড় উত্থানে অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সূচক তুলেছে স্কয়ার ফার্মা ৭.৮৯ পয়েন্ট, অলিম্পিক ৭.৭৮ পয়েন্ট, ন্যাশনাল ব্যাংকের ৭.৬৩ পয়েন্ট, গ্রামীণফোনের ৭.৫৭ পয়েন্ট, রেনেটার ৫.৭৩ পয়েন্ট, সিটি ব্যাংকের ৪.৭৩ পয়েন্ট এবং পূবালী ব্যাংকের ৪.০১ পয়েন্ট।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে