ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

শেয়ারবাজারে আতঙ্ক ছড়াচ্ছে শিবলীর প্রেতাত্মারা

২০২৪ আগস্ট ২১ ১৯:২৩:২৭
শেয়ারবাজারে আতঙ্ক ছড়াচ্ছে শিবলীর প্রেতাত্মারা

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের পতনের পর ধারাবাহিক উত্থানে ফিরেছিল দেশের শেয়ারবাজার। কিন্তু চার কর্মদিবস পরই ধারাবাহিক সেই উত্থান রূপর নেয় ধারাবাহিক পতনে। দুর্নীতির ভরপুত্র বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত ইসলামের পদত্যাগের পর বাজারের পতন আরও বেড়ে যায়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শিবলীর প্রেতাত্মারা বাজার যাতে স্থিতিশীল হতে না পারে, সেজন্য পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়াচ্ছে। বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ যোগদানের পর শিবলীর প্রেতাত্মারা তাদের সেল প্রেসার আরও বাড়িয়ে দিয়েছে। তাদেরকে সহায়তা করছে কয়েকটি বড় ব্রোকারেজ হাউজ।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত দুই দিন লেনদেনের শুরুতেই সিংহভাগ কোম্পানির লাখ লাখ শেয়ারের বিক্রেতা সর্বনিম্ন দরে দাঁড়িয়ে যায়। এতে বিনিয়োগকারীরা দিনের শুরুতেই এমন চিত্র দেখে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন। দিনভর তাদের মধ্যে শঙ্কা ও অসহায়ত্ব বিরাজ করে।

আবদুর রহমান নামের এক বিনিয়োগকারী শেয়ারনিউজকে বলেন, কয়েকটি ব্রোকারেজ হাউজ থেকে শিবলীর অনুসারী বড় কিছু বিনিয়োগকারী লেনদেনের শুরুতেই বিভিন্ন কোম্পানির লাখ লাখ শেয়ারের সেল বসিয়ে দেয়। বিনিয়োগকারীরা এতে আতঙ্কিত হয়ে পড়েন এবং ভয়ে শেয়ার কিনতে সাহস পায় না।

সোহরাব হোসেন নামের এক বিনিয়োগকারী বলেন, শেয়ারবাজারের লেনদেনের চিত্র দেখলে মনে হয় বাজার দেখাভাল করার কেউ নেই। যদি থাকতো, তাহলে লেনদেনের শুরুতে কারা লাখ লাখ শেয়ারের সেল প্রেসার দেয়, কোন কোন হাউজ থেকে এসব সেল প্রেসার দেওয়া হয়, তা বের করতো। তিনি বিএসইসি ও ডিএসইতে ঘাপটি মেরে থাকা শিবলীর অনুসারী কর্মকর্তারা এসব দেখেও দেখে না। তিনি তাদের অবিলম্বে বিতাড়িত করার দাবি জানান।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে