ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

৮০ কোম্পানির শেয়ারের ক্রেতা নিখোঁজ

২০২৪ আগস্ট ২০ ১৭:১২:৩১
৮০ কোম্পানির শেয়ারের ক্রেতা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক: প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৩৯৭টি কোম্পানি লেনদেনে অংশ নিলেও এসব কোম্পানির মধ্যে ৮০টির শেয়ার ছিল ক্রেতা শূন্য। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো মধ্যে ক্রেতাশুন্য অবস্থায় সবচেয়ে বেশি দর কমেছে হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি, এনটিসি, ইউনিয়ন ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, রূপালী লাইফ ও শাইনপুকুর সিরামিকস। কোম্পানিগুলোর দর কমেছে ২.৯৮ শতাংশের বেশি।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে কম লেনদেন হয়েছে শাইনপুকুর সিরামিকস, এনটিসি ও ওরিয়ন ইনফিউশনের। এদিন শাইনপুকুর সিরামিকসের শেয়ার লেনদেন হয়েছে ৫ হাজার ৮২৯টি। এনটিসির ৭ হাজার ৩৩৯টি এবং ওরিয়ন ইনফিউশনের ৭ হাজার ৭৯০টি।

ক্রেতা সংকটে থাকা শেয়ারদর পতনে এর পরের অবস্থানে ছিল দেশবন্ধু পলিমার, লাভেলো আইসক্রীম, বে লিজিং, গ্রামীণফোন, পিপলস ইন্সুরেন্স, প্রাইম লাইফ ও এস আলম কোল্ড রোল্ড। কোম্পানিগুলোর দর কমেছে ২.৯৬ শতাংশ পর্যন্ত।

ক্রেতা সংকটে থাকা বাকি প্রতিষ্ঠানগুলোর দর কমেছে ২.৯৬ শতাংশের নিচে। কোম্পানিগুলোর মধ্যে ব্যাংক, বিমা ও প্রকৌশল খাতের কোম্পানির সংখ্যা বেশি।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে