ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

শাইনপুকরে চোরাই গ্যাসলাইন, ১৭ কোটি টাকা জরিমানা

২০২৪ আগস্ট ২০ ০৬:১২:৪১
শাইনপুকরে চোরাই গ্যাসলাইন, ১৭ কোটি টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত শাইনপুকুর সিরামিকসকে ১৭ কোটি টাকা জরিমানা করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বহুল আলোচিত বেক্সিমকো গ্রুপের সহযোগি এই প্রতিষ্ঠানের কারখানায় অবৈধ গ্যাস সংযোগ পাওয়ায় এই জরিমানা করা হয়েছে।

তিতাস গ্যাস সূত্রে জানা গেছে, সোমবার (১৯ আগস্ট) মধ্যে কোম্পানিটিকে জরিমানার টাকা পরিশোধ করতে বলা হয়েছে।

জরিমানার টাকা জমা না দিলে কারখানার পুরো সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে প্রতিষ্ঠানটিকে জানিয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এর আগেরদিন রোববার দুপুরে আশুলিয়ায় সিরামিক টেবিলওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কারখানা পরিদর্শনে যায় তিতাস গ্যাসের একটি পরিদর্শক দল। তারা কারখানাটিতে একটি অবৈধ বাইপাস গ্যাসের সন্ধান পায়। অর্থাৎ বিল ফাঁকি দিতে মূল লাইনের পাশাপাশি একটি চোরাই সংযোগ নিয়ে গ্যাস ব্যবহার করতো কারখানাটি। তাৎক্ষণিকভাবে অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। তবে শাইনপুকুর সিরামিকসের মূল সংযোগটি বিচ্ছিন্ন করা হয়নি।

তিতাস গ্যাসের পরিদর্শন দল অবৈধ সংযোগের কারণে সরকারের সম্ভাব্য ক্ষতি হিসাব করে কোম্পানিটিকে ১৭ কোটি টাকা জরিমানা করেছে।

এই বিষয়ে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ মোল্লা সাংবাদিকদের বলেন, শাইনপুকুর সিরামিকসে অভিযানে বেশ কিছু অতিরিক্ত স্থাপনারও সন্ধান পাওয়া গেছে। এখনো অভিযান শেষ হয়নি। আরও অভিযান চলবে।

প্রসঙ্গত, শাইনপুকুর সিরামিকসের মালিক বেক্সিমকোর বর্তমানে পুলিশের রিমান্ডে থাকা বেক্সিমকোর প্রতিষ্ঠাতা ও ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন।

গত ৫ আগস্ট শেখ হাসিন ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলে তিনি আত্মগোপনে চলে যান। পরবর্তীতে গত ১৩ আগস্ট রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাকে সদরঘাট থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রিমান্ডে রয়েছেন।

এএসএম/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে