ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ আগস্ট ১৮ ১৫:০৭:১৫
রোববার দর পতনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১৮ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানির মধ্যে ৩৬৬টির দর কমেছে। আজ সবচেয়ে বেশি দর কমেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৮ টাকা বা ৩.৬৬ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৩ শতাংশ।

আর ১ টাকা ৮০ পয়সা বা ২.৯৯ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইউনিলিভার কনজিউমারের ৩ শতাংশ, রূপালী লাইফ ইন্সুরেন্সের ২.৯৯ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ২.৯৯ শতাংশ, গ্রামীণফোনের ২.৯৯ শতাংশ, জেএমআই হসপিটালের ২.৯৯ শতাংশ, ন্যাশনাল টিউবসের ২.৯৯ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ২.৯৯ শতাংশ দর কমেছে।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে