ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৯৬ কোটি টাকার লেনদেন

২০২৪ আগস্ট ১০ ২০:২৭:৫৮
ব্লক মার্কেটে ১০ কোম্পানির ৯৬ কোটি টাকার লেনদেন

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪-০৮ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে সর্বোচ্চ লেনদেন হয়েছে ১০ কোম্পানির।

কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টি কোম্পানি, ইউনিলিভার কনুজমার, গ্রামীন ফোন, রেনেটা, তমিজউদ্দিন টেক্সটাইল, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন এবং শাইনপুকুর সিরামিকস।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে ব্লক মার্কেটে এই ১০ কোম্পানির মোট ৯৬ কোটি ৯২ লাখ টাকার লেনদেন হয়েছে বলে জানিয়েছে ডিএসই।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৩ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪৬ টাকা ৯০ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ ন্যাশনাল টি কোম্পানির ২০ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩০৮ টাকা।

তৃতীয় সর্বোচ্চ ইউনিলিভার কনজুমারের ৯ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির সর্বশেষ দর ছিল ২ হাজার ৯৮৬ টাকা ৯০ পয়সা।

এছাড়া, বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য ৭টি কোম্পানির মধ্যে- গ্রামীন ফোনের ৯ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা, রেনেটার ৭ কোটি ৩৫ লাখ টাকা, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার টাকা, প্রগতী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৯৩ লাখ ৯০ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা, ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৬১ লাখ ৭০ হাজার টাকা এবং শাইনপুকুর সিরামিকসের ২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে