ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

ব্যাংক খাতের উত্থানের পরও উল্টোপথে শেয়ারবাজার

২০২৪ জুলাই ২৮ ১৬:৩০:১৮
ব্যাংক খাতের উত্থানের পরও উল্টোপথে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শেয়ারগুলোকে বড় মূলধনী শেয়ার হিসাবে আখ্যায়িত করা হয়। যে কারণে ব্যাংক খাতের শেয়ার ওঠা-নামার ওপর শেয়ারবাজারে উত্থান-পতনও অনেকটা নির্ভরশীল।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, যেদিন ব্যাংক খাতের শেয়ার ইতিবাচক ধারায় থাকে, সেদিন শেয়ারবাজারও ইতিবাচক প্রবণতায় থাকে। আর যেদিন ব্যাংক খাতের শেয়ার নেতিবাচক অবস্থায় থাকে, সেদিন শেয়ারবাজারের অবস্থাও নেতিবাচক প্রবণতায় দেখা দেয়।

কিন্তু আজ রোববার (২৮ জুলাই) প্রচলিত ধারা ব্যতিক্রম দেখা গেল। আজ শেয়ারবাজারে খাতভিত্তিক সবচেয়ে ইতিবাচক অবস্থানে ছিল ব্যাংক খাত। আজ ব্যাংক খাতের ৩৬টি কোম্পানির মধ্যে ২১টি কোম্পানির শেয়ারই ইতিবাচক ছিল। বিপরীতে নেতিবাচক অবস্থায় ছিল ৮টি এবং অপরিবর্তিত ছিল ৭টি। কিন্তু আজ ব্যাংক খাতের অধিকাংশ কোম্পানির শেয়ার দর বাড়লেও শেয়ারবাজার ছিল বড় নেতিবাচক প্রবণতায়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৬১টি প্রতিষ্ঠানের দর কমেছে। বিপরীতে মাত্র ৮৮টির দর বেড়েছে।

এছাড়া, পতনের তালিকায় আজ বড় মূলধনী কোম্পানির বেশিরভাগই ছিল নেতিবাচক প্রবণতায়। যেগুলোর মধ্যে ছিল লাফার্জ হোলসিম, বেক্সিমকো ফার্মা, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, বিকন ফার্মা, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ইস্টার্ন ব্যাংক, বেস্ট হোল্ডিং, ওরিয়ন ফার্মা ও ন্যাশনাল ব্যাংক।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের দর ইতিবাচক ছিল, তারচেয়ে তিনগুণ বেশি প্রতিষ্ঠান ছিল নেতিবাচক প্রবণতায়। এছাড়া, বড় মূলধনী ব্যাংক খাতের যে পরিমাণ কোম্পানির শেয়ার ইতিবাচক ছিল, তারচেয়ে ব্যাংকসহ বেশি পরিমাণ বড় মূলধনী কোম্পানির শেয়ার নেতিবাচক ছিল। যে কারণে আজ ব্যাংক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়লেও মোটা দাগে বাজার ছিল নেতিবাচক।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে