ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

তিন কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের অভূতপূর্ব সাড়া

২০২৪ জুলাই ২৭ ১২:১৮:৪৪
তিন কোম্পানির শেয়ারে বিনিয়োগকারীদের অভূতপূর্ব সাড়া

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের শুরু থেকেই শেয়ারবাজারে পতনের বড় ধাক্কা দেখা গেছে। এই সময়ে তালিকাভুক্ত ৮৮ শতাংশের বেশি কোম্পানির শেয়ার দর কমেছে।

আলোচ্য সময়ে ধারাবাহিক পতন প্রবণতার মধ্যেও কিছু কিছু কোম্পানির শেয়ার দর ছিল নজরকাড়া। এরমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত তিনটি কোম্পানির শেয়ার উল্লেখযোগ্য।

ডিএসইর তথ্য অনুযায়ি, চলতি বছরের ছয় মাসে (ফেব্রুয়ারি-জুলাই) এই তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। যে কারণে কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগকারীদের অভূতপূর্ব আগ্রহ লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক প্রণীত প্রবিধান অনুযায়ী, যদি কোনো তালিকাভুক্ত কোম্পানির শেয়ার দর তার আর্থিক অবস্থার উন্নতির কারণে বা নতুন কোন স্থাপনা ঘোষণার কারণে বৃদ্ধি পায়, তাহলে সেই সংবেনশীল তথ্য স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদের অবশ্যই জানাতে হয়।

কিন্তু কোম্পানিগুলোর শেয়ার দর বৃদ্ধির পেছনে কোন সংবেনশীল তথ্য ছিল না বলে কোম্পানিগুলোর কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের কোন তথ্য জানায়নি। যে কারণে ডিএসই কোম্পানিগুলোর শেয়ারে নতুন করে বিনিয়োগ নিয়ে বিনিয়োগকারীদের বারবার সতর্ক করেছে।

কোম্পানিগুলো হলো-বিডি পেইন্টস, স্টার অ্যাডেসিভস ও অ্যাগ্রো অর্গানিকা লিমিটেড।

বিডি পেইন্টস

বিডি পেইন্টসের শেয়ার দর আলোচ্য ৬ মাসের মধ্যে ২৭ টাকা ১০ পয়সাা থেকে সর্বোচ্চ ৫৯ টাকা ৫০ পয়সায় পৌঁছেছে। এই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২ টাকা ৪০ পয়সা বা ১১৯.৫৫ শতাংশ।

২০১৪ সালে প্রতিষ্ঠিত বিডি পেইন্টস প্রতিটি ১০ ​​টাকা অভিহিত মূল্যে ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করেছে।

এগ্রো অর্গানিকা

এগ্রো অর্গানিকার শেয়ার দর ফেব্রুয়ারি মাসে ২৯ টাকা ৮০ পয়সা থেকে ৪৯ টাকা ৬০ পয়সায় উঠেছে। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৯ টাকা ৮০ পয়সা বা ৬৬.৪৪ শতাংশ।

এগ্রো অর্গানিকা ২০১৫ সালে কৃষি-ব্যবসায় যাত্রা শুরু করে। কোম্পানিটি স্থানীয় ও আন্তর্জাতিক বাজারের ভোক্তাদের বাণিজ্য, প্রক্রিয়াকরণ এবং উত্পাদনের সাথে কৃষি-চুক্তি চাষের পরিষেবা প্রদান করে থাকে।

স্টার অ্যাডেসিভস

ফেব্রুয়ারি মাসে স্টার অ্যাডেসিভসের শেয়ার দর ছিল ৬৩ টাকা ৭০ পয়সা। যা জুলাই মাসে উঠেছে ৭৯ টাকা ৩০ পয়সায়। এই সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৫ টাকা ৬০ পয়সা বা ২৪.৫০ শতাংশ।

স্টার অ্যাডেসিভস ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০২২ সালে এসএমই প্ল্যাটফর্মে কোম্পানিটি তালিকাভুক্ত হয়।

কোম্পানিটি বিভিন্ন ধরনের আঠালো, লুব্রিকেন্ট, বার্ণিশ, স্প্রে পেইন্ট এবং সিলিকন, সেইসাথে ব্রেক তেল এবং গ্রীস তৈরি করে।

২০২১-২২ অর্থবছরের জন্য কোম্পানিটি ১২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে