ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
Sharenews24

বড় উত্থানের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার

২০২৪ জুলাই ২৫ ১৮:৪০:৩৮
বড় উত্থানের নেপথ্যে ১০ কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী কারফিউ ও সাধারণ ছুটি থাকার কারণে চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবস শেয়ারবাজার বন্ধ ছিল। চতুর্থ দিবস বুধবার বাজার খোলার সাথে সাথে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। এদিন শেয়ারবাজারে শতাধিক কোম্পানির শেয়ার ক্রেতাশুন্য থাকে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসই) সূচক গায়েব হয়ে যায় প্রায় ৯৬ পয়েন্ট।

আজ সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবারও লেনদেনের শুরুতে শতাধিক কোম্পানির শেয়ার ক্রেতাশুন্য থাকে। তবে কিছুক্ষণ পর বাজার ঘুরে দাঁড়ায়। শেষবেলায় বাজার বড় উত্থানের পথে অগ্রসর হয়। এদিন ডিএসইর সূচক বৃদ্ধি পায় প্রায় ৬৩ পয়েন্ট। সূচকের এমন উত্থানের দিনে আজ ডিএসইর ২৮৬টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে।

এতে দেখা যায়, আজ ২৮৬ কোম্পানির শেয়ার ও ইউনিট দাম বৃদ্ধির কারণে ডিএসইর সূচক বেড়েছে প্রায় ৬৩ পয়েন্ট। এরমধ্যে ৮ কোম্পানির শেয়ার দাম বাড়াতে সূচক বেড়েছে ২৫ পয়েন্টের বেশি। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার শেয়ার দাম বাড়াতে ডিএসইর সূচক বেড়েছে ৫.৬০ পয়েন্ট। একইভাবে বৃটিশ অ্যামেরিকা ট্যোবাকোর শেয়ার দাম বাড়ার মাধ্যমে ডিএসইর সূচক বাড়িয়েছে ৪.৫৪ পয়েন্ট, রেনেটা ৩.৬০ পয়েন্ট, স্কয়ার ফার্মার ৩.১৬ পয়েন্ট, গ্রামীণফোন ৩.১২ পয়েন্ট, রবি আজিয়াটা ২.১৮ পয়েন্ট, উত্তরা ব্যাংক ২.১২ পয়েন্ট ও মিডল্যান্ড ব্যাংক ১.৩২ পয়েন্ট।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে