ঢাকা, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
Sharenews24

পরিদর্শনে গিয়ে জনতার তাড়া খেয়ে পালালেন এমপি

২০২৪ জুলাই ০১ ১৮:১৬:১৭
পরিদর্শনে গিয়ে জনতার তাড়া খেয়ে পালালেন এমপি

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মালদহের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন। গ্রামের বিক্ষুব্ধ মহিলারা লাঠিসোঁটা নিয়ে তাকে ধাওয়া করে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে অবশেষে নিজেকে বাঁচাতে নৌকায় পালাতে হয়েছিল। আনন্দবাজার পত্রিকার খবর

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৩০ জুন) দুপুরে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর গ্রামের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী তাজমুল হোসেন।

সেখানে যাওয়ার পরই তাজমুলকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসী। বলেন, গত কয়েক দিনে ফুলহার নদীর পানি অনেক বেড়েছে। এতে গ্রামের কয়েকটি বাড়ি এবং দোকান ভেসে গেছে। কিন্তু সরকারের কেউ খবরও নেয়নি।

এ অভিযোগে এক পর্যায়ে মন্ত্রী ও প্রশাসনের ওপর ক্ষুব্ধ গ্রামের নারীরা রীতিমতো হাতে লাঠি নিয়ে তাদের তাড়া করেন।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর নৌকায় করে অন্যত্র সরিয়ে নেওয়া হয় মন্ত্রী তাজমুলকে।

তিনি বলেন, ‘রশিদপুর গ্রামের অবস্থা খুবই খারাপ। সেচ বিভাগ কিছু কাজ করেছে। কিন্তু আরও কাজ বাকি আছে।’

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে