ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

১০ মেগা কোম্পানির চাপে শেয়ারবাজার বেসামাল

২০২৪ জুন ০৯ ১৬:০১:০২
১০ মেগা কোম্পানির চাপে শেয়ারবাজার বেসামাল

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কর্মদিবস আজ রোববার (৯ জুন) দেশের শেয়ারবাজারে বড় পতন দেখা গেছে। বাজেটে শেয়ারবাজার বিষয়ে ইতিবাচক কোন খবর না থাকায় এবং নেতিবাচক খবর উপস্থিত থাকায় উভয় শেয়ারবাজারে বড় পতন হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে সোয়া ৬৫ পয়েন্ট। সূচকরে এমন পতনের পেছনে ছিল ১০ কোম্পানির শেয়ার। কোম্পানিগুলো হলো- ওয়ালটন হাইটেক, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, লাফার্জাহোলসিম বাংলাদেশ, পাওয়ারগ্রীড কোম্পানি, বিকন ফার্মা এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড।

আমার স্টক সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর শেয়ার দর আজ কমার কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ২৬ পয়েন্টের বেশি।

ডিএসইর সূচক পতনের শীর্ষ কোম্পানি ছিল ওয়ালটন হাইটেক। আজ কোম্পানিটির শেয়ার দর কমার কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ৫.৮৭ পয়েন্ট।

ডিএসইর সূচক পতনের দ্বিতীয় কোম্পানি ছিল রবি আজিয়াটা। এদিন কোম্পানিটির শেয়ার দর কমার কারণে ডিএসইর সূচকের পতন হয়েছে ৪.৭৬ পয়েন্ট।

একইভাবে আজ ডিএসইর সূচকের পতন ঘটিয়েছে স্কয়ার ফার্মা ৩.০৯ পয়েন্ট, ইউনাইটেড পাওয়ার ২.২৮ পয়েন্ট, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ১.৯৭ পয়েন্ট, বেক্সিমকো ফার্মা ১.৮৯ পয়েন্ট, লাফার্জাহোলসিম বাংলাদেশ ১.৫৮ পয়েন্ট, পাওয়ারগ্রীড কোম্পানি ১.৫২ পয়েন্ট, বিকন ফার্মা ১.৫০ পয়েন্ট এবং বেস্ট হোল্ডিংস লিমিটেড ১.৪৪ পয়েন্ট।

শেয়ারনিউজ, ০৯ জুন ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে