ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

নারীদের গোপন তথ্য ফাঁস করলেন বিদ্যা বালান

২০২৪ জুন ০৮ ১৩:৩৫:৩৫
নারীদের গোপন তথ্য ফাঁস করলেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান 'ডার্টি পিকচার' ছবিতে অভিনয় করে জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান।

এরপর ‘শেরনি’, ‘জলসা’, ‘শকুন্তলা দেবী’, ‘নিয়ত’—এসব ছবিতেও অন্য ধারার চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি।

এদিকে গত কয়েকদিন ধরে স্যোশাল মিডিয়ায় তোলপাড় বিদ্যা বালনের একটি ভিডিও। ভিডিওটি ভারতীয় একটি ইউটিউব চ্যানেলের। যেখানে বিদ্যা মেয়েদের বয়স নিয়ে কথা বলেছেন।

সেখানে ফাঁস করেছেন বয়স চল্লিশের পর নারীদের মনের গোপন কথা! যা রীতিমত ভাইরাল। সম্প্রতি বিদ্যা নিজেও চল্লিশের কোটা পূর্ণ করেছেন।

সেখানে এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন, ‘চল্লিশের পরও মেয়েরা দুষ্টু ও আরো আবেদনময়ী হয়। সাধারণত আমাদের লাজুক হতে ও যৌনতা উপভোগ না করার শিক্ষা দেওয়া হয়। তবে বয়সের সঙ্গে সঙ্গে মেয়েরা আরো পরিপক্ব হয়, তখন সে কিছুর পরোয়া করে না।’

বিদ্যা বলেন, ‘এ সময়ে যৌবনের আবেদন ও আগ্রহ আরও বাড়তে থাকে। এটা অনেক আনন্দের। যখন কেউ কিছুর পরোয়া করে না, তখনই মজার মাত্রা বাড়ে। ’

বলিউডের অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী বলেন, ‘আমার এক বন্ধু বলত, ৩৫ বছর পরই মেয়েরা অধিক উপভোগ করে। ব্যাখ্যা করে বলে, সে কোনো সম্পর্কে জড়াতে চায় না। যে মেয়েটি আর কোনো সম্পর্কে জড়াতে চায় না, তার সঙ্গে জমে বেশি।সে (বন্ধু) বলেছিল, পঁয়ত্রিশের পর মেয়েরা কোনো কিছুর পরোয়া করে না।’

এরপর হেসে বিদ্যা বলেন, ‘আমি বলি, চল্লিশের পর মেয়েরা আরো বেশি পরোয়া করে না। ’ তিনি বলেন, ‘বয়স মেয়েদের আরো আত্মবিশ্বাসী ও সুখী করে তোলে।’

শেয়ারনিউজ, ০৮ জুন ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে