ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
Sharenews24

লোকসভা নির্বাচনে হারলেন যেসব তারকা

২০২৪ জুন ০৫ ২৩:০৬:৫০
লোকসভা নির্বাচনে হারলেন যেসব তারকা

বিনোদন ডেস্ক : ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচনে একদল তারকা লড়েছিলেন। এই নির্বাচনে হেমা মালিনী, অরুণ গোভিল, মনোজ তিওয়ারি, রবি কিষাণ সহ অনেকেই জিতেছেন।

এর মাঝে হারের তিক্ততার স্বাদও পেয়েছেন কেউ কেউ। এই তালিকায় আছেন হিরণ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, রাজ বাব্বর ও পবন সিং।

হিরণ চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গের অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় হেরেছেন আরেক অভিনেতা দেবের কাছে। ১ লাখ ৮২ হাজার ৮৬৮ ভোটের ব্যবধানে হিরণকে হারিয়ে তৃতীয়বারের মতো লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন দেব।

লকেট চট্টোপাধ্যায়

লকেট চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি টলিউডে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। কিন্তু এবারের লোকসভা নির্বাচনে তারা হুগলি থেকে একই আসনে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

নির্বাচনে প্রিয় বন্ধু রচনার কাছে হেরেছেন লকেট। ৭৬ হাজার ৭৫৩ ভোটের ব্যবধানে জিতেছেন রচনা।

রাজ বাব্বর

প্রবীণ বলিউড অভিনেতা রাজ বব্বর হরিয়ানার গুরগাঁও আসনে কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বিজেপি নেতা রাও ইন্দ্রজিৎ সিংয়ের কাছে ৭৫ হাজার ০৭৯ ভোটে পরাজিত হয়েছেন রাজ বাব্বর।

পবন সিং

ভোজপুরি গায়ক পবন সিং বিহারের কারাকাট থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হেরেছেন। ভোজপুরি তারকাকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে বিজেপি প্রথম মনোনয়ন দিয়েছিল।

পরবর্তী সময়ে পবন সিং সেই মনোনয়ন প্রত্যাহার করে বিহারের কারাকাটে নির্বাচন করার সিদ্ধান্ত নেন।

শেয়ারনিউজ, ০৫ জুন ২০২৪

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে