ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
Sharenews24

সাপ্তাহিক রিটার্নে লোকসানে ১৮ খাতের বিনিয়োগকারীরা

২০২৪ মে ৩১ ০২:১৯:৩২
সাপ্তাহিক রিটার্নে লোকসানে ১৮ খাতের বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৬-৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১৮ খাতে । এর ফলে এই ১৭ খাতের লোকসানে রয়েছে বিনিয়োগকারীরা। একই সময়ে দর বেড়েছে ৩ খাতে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এ খাতে বিদায়ী সপ্তাহে দর কমেছে ১০.২৯ শতাংশ। ৪.৬৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তথ্য প্রযুক্তি খাত। একই সময়ে ৪.১০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে আর্থিক খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- কাগজ ও প্রকাশনা খাতে ৩.৫৯ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৩.৩৯ শতাংশ, প্রকৌশল খাতে ৩.৩১ শতাংশ, চামড়া খাতে ৩.১১ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ২.৬৬ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৭ শতাংশ, বিবিধ খাতে ১.৬৬ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১.৩৩ শতাংশ, বস্ত্র খাতে ১.১৮ শতাংশ, ব্যাংক খাতে ০.৮৭ শতাংশ, ভ্রমণ ও অবকাশ খাতে ০.৩৬ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৩৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৩২ শতাংশ, সিমেন্ট খাতে ০.০৭ শতাংশ এবং সিরামিক খাতে ০.০৪ শতাংশ দর কমেছে।

এদিকে, সাপ্তাহিক রিটার্নে সবচেয় বেশি দর বেড়েছে করপোরেট খাতে। এই খাতে দর বেড়েছে ০.৮২ শতাংশ। ০.৩৯ শতাংশ দর বেড়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে এবং ০.২২ শতাংশ দর বেড়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে।

শেয়ারনিউজ, ৩১ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে