ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বিশ্বের যে দুই দেশে ডিভোর্স অবৈধ

২০২৪ মে ৩০ ১৭:৫৯:৩৭
বিশ্বের যে দুই দেশে ডিভোর্স অবৈধ

আন্তর্জাতিক ডেস্ক : যদিও বিবাহবিচ্ছেদ একটি তিক্ত এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, তবুও এটি অনেকের জন্য একমাত্র সমাধান। দাম্পত্য জীবনে নানা কারণে ঝগড়া হতে পারে। ফলে সংসার টিকিয়ে রাখা সম্ভব হয় না অনেক সময়। আর এ জন্য দেশে দেশে রয়েছে বিবাহ বিচ্ছেদ আইন। তবে ব্যতিক্রম ফিলিপাইন ও ভ্যাটিকান সিটি। দেশ দুটিতে আইন অনুযায়ী বিবাহ বিচ্ছেদ অবৈধ।

ভ্যাটিকান ধর্মীয় রাষ্ট্র হওয়ায় বিষয়টি স্বাভাবিক ধরে নেওয়া হলেও এশিয়ার দেশ অবাক করার মতো ফিলিপাইনের এমন আইন। এমনকি দেশটির দম্পতিদের একটা বড় অংশের প্রতিবাদের পর আইনে পরিবর্তন আনতে যাচ্ছে দেশটির সরকার।

দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ ‘বংবং’ মার্কোস জুনিয়র মনে করেন, কিছু ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ এবং এর বিকল্পও থাকা উচিত। প্রেসিডেন্টের এই ভাবনা থেকে ফিলিপাইনে বিবাহ বিচ্ছেদের আইন পাস হতে যাচ্ছে।

ফিলিপাইনের পার্লামেন্টের নিম্নকক্ষ গত সপ্তাহে দেশটিতে বিবাহ বিচ্ছেদের আইন করতে একটি বিল পাস করেছে। আগামী আগস্টে বিলটি উচ্চকক্ষ সিনেটে উত্থাপন করা হবে। এরপর প্রেসিডেন্টের সম্মতিসূচক সইয়ের শেষে আইনে পরিণত হতে।

নতুন বিলে রয়েছে?

নতুন এই বিলের লেখক ও পার্লামেন্টের প্রতিনিধি এডসেল ল্যাগম্যান বলেন, ‘ভ্যাটিকান ছাড়া বিশ্বের একমাত্র দেশ ফিলিপাইন, যেখানে বিবাহ বিচ্ছেদ এখনও বেআইনি। এটি এই দেশের ঐতিহ্য।

তিনি বলেন, যেসব ফিলিপিনো নারীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, যারা পারিবারিক সহিংসতার শিকার, যাদের বিয়ের কার্যত মৃত্যু হয়েছে, তাদের মুক্তির জন্য নতুন আইন তৈরি হচ্ছে।

তিনি মনে করেন, এই আইন বিয়ে এবং সামাজিক সম্পর্ক সম্বন্ধে ফিলিপাইনে নতুন দৃষ্টিভঙ্গিকে তুলে ধরবে।

আইনের বিরোধিতা

বিবাহ বিচ্ছেদের এই আইন তৈরির চেষ্টা ফিলিপাইনে নতুন নয়। ২০১৮ সালে এমন একটি বিল নিম্নকক্ষে পাস হলেও উচ্চকক্ষে পাস করা সম্ভব হয়নি।

২০২০ সালের আদমশুমারী অনুসারে, ফিলিপাইনে রোমান ক্যাথলিকদের সংখ্যা সবচেয়ে বেশি। মোট জনসংখ্যার ৭৮.০৮%। দেশটির জনসংখ্যার একটি বড় অংশের ধর্মীয় ভাবনা এই আইন পাস বাধাগ্রস্ত করছে।

শেয়ারনিউজ, ৩০ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে